Home / খবর / রাজ্য / শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল

screenshot 20250821 104324~2

কলকাতা: শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক ও আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। বুধবার রাতে তাঁকে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

বুধবার আসানসোলের একাধিক কর্মসূচি শেষে কলকাতায় ফেরেন অগ্নিমিত্রা। সেখানেই হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি। কয়েকদিন ধরেই জ্বর-সর্দি-কাশিতে ভুগছিলেন বিধায়ক। গতকাল থেকে শ্বাসকষ্ট বাড়তে থাকায় চিকিৎসকদের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, সম্প্রতি অসুস্থ হয়েছিলেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও। প্যানক্রিয়াটাইটিস ও গ্যাস্ট্রোএন্টেরাইটিসে আক্রান্ত হয়ে প্রথমে কলকাতায়, পরে দিল্লির এইমসে ভর্তি ছিলেন তিনি। বর্তমানে তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *