ছবি: রাজীব বসু
চলতি বছরের এপ্রিল মাসে কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মর্মান্তিক মৃত্যু গোটা দেশকে শোকাহত করেছিল। কেউ হারিয়েছিলেন বাবাকে, কারও চোখের সামনে প্রাণ হারিয়েছিলেন সদ্য বিবাহিত স্বামী। স্বজনহারাদের যন্ত্রণা দেশবাসীও অনুভব করেছিল গভীরভাবে।

সেই দগদগে ক্ষতকেই যেন নতুন করে স্পর্শ করল বাগুইআটির ‘দ্য এক্সিকিউটিভ প্যালেস অ্যাপার্টমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন’-এর গণপতি উৎসব। উৎসবের আবহে পহেলগাঁওয়ের সেই করুণ ঘটনার ছবি, স্মৃতি ও আবেগ ফিরে এল আবার।

স্থানীয়দের মতে, আনন্দ-উৎসবের মধ্যেও শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং সেই ভয়াবহ দিনগুলিকে স্মরণ করার মধ্য দিয়ে এই থিম পেয়েছে বিশেষ মাত্রা।