Home / খবর / রাজ্য / দুর্গাপুজোর অনুদান নিয়ে ফের মামলা কলকাতা হাই কোর্টে

দুর্গাপুজোর অনুদান নিয়ে ফের মামলা কলকাতা হাই কোর্টে

screenshot 20250818 133710~2

দুর্গাপুজোয় রাজ্য সরকারের অনুদান দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ফের কলকাতা হাই কোর্টে মামলা দায়ের। আইনজীবী শামিম আহমেদ বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন। জানা গিয়েছে, চলতি সপ্তাহেই শুনানি হতে পারে।

এর আগেও একই বিষয়ে একাধিক মামলা হয়েছিল। ২০২২ সালে হাই কোর্ট শর্তসাপেক্ষে অনুদান দেওয়ার অনুমতি দেয়, যার মধ্যে পুজো কমিটিগুলিকে ইউটিলাইজ়েশন সার্টিফিকেট জমা দেওয়ার নির্দেশও ছিল।

২০১৮ সাল থেকে দুর্গাপুজো কমিটিগুলিকে অনুদান দেওয়া শুরু করে রাজ্য সরকার। ধাপে ধাপে সেই পরিমাণ বেড়ে এ বছর দাঁড়িয়েছে প্রতিটি কমিটির জন্য ১ লক্ষ ১০ হাজার টাকা। এছাড়াও বিদ্যুতের বিলে ৮০ শতাংশ ছাড় ও ফায়ার লাইসেন্স-সহ একাধিক অনুমতির সরকারি ফি মকুবের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, এর আগে এই একই ইস্যুতে আগেও একটি মামলা দায়ের হয়। দুর্গাপুরের বাসিন্দা সৌরভ দত্ত এই মামলা করেন। সরকারি টাকা কীভাবে ক্লাবে দেওয়া হচ্ছে? তা নিয়ে প্রশ্ন তুলে মামলা হয়। সেই মামলাতে অন্তর্বর্তী নির্দেশ হাইকোর্ট আগেই দিলেও মামলা এখনও জারি রয়েছে। তাই নতুন মামলার সঙ্গে সেই মামলারও শুনানির সম্ভাবনা রয়েছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *