আরজি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো বড় জয় পেলেন হাই কোর্টে । বুধবার বিচারপতি বিশ্বজিৎ বসুর একক বেঞ্চ জানিয়ে দিল, অনিকেতকে পছন্দসই পোস্টিং দিতেই হবে। রায়গঞ্জে বদলি ‘সিরিয়াস ভুল’ ছিল রাজ্যের, পর্যবেক্ষণ আদালতের। সেই সঙ্গে রাজ্যের নোটিফিকেশনও বাতিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ, অনিকেতের পোস্টিং ফের আরজি কোরেই।
গত বছর আরজি করে ডাক্তারি পড়ুয়ার মৃত্যু ঘিরে যে আন্দোলন সারা রাজ্যে আগুন ধরিয়েছিল, অনিকেত ছিলেন তার অন্যতম মুখ। চলতি বছরে অনিকেত-সহ তিন জন জুনিয়র ডাক্তারকে প্রথম পোস্টিংয়ে বিভিন্ন জেলায় পাঠানো হলে নতুন বিতর্ক শুরু হয়। আশফাকুল্লা নাইয়া ও দেবাশিস হালদার আদালতের দ্বারস্থ হয়ে নতুন জায়গায় যোগ দিলেও, অনিকেত স্পষ্ট জানান— আদালতের সিদ্ধান্তের আগে তিনি কাজে যোগ দেবেন না।
বুধবার সেই মামলার রায়েই স্পষ্ট জানিয়ে দিল হাই কোর্ট, অনিকেতকে আরজি করেই পোস্টিং দিতে হবে রাজ্যকে।