Home / খবর / রাজ্য / এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ, ৮ বিএলও-কে শোকজ, ৮ বিএলএ-র বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ

এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ, ৮ বিএলও-কে শোকজ, ৮ বিএলএ-র বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ

কোলফিল্ড টাইমস: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে পদক্ষেপ করল নির্বাচন কমিশন। আট জন বুথ স্তরের আধিকারিক (বিএলও)-এর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিস (শোকজ়) পাঠানো হয়েছে। পাশাপাশি, মৃতদের নামে ফর্ম দেওয়ার অভিযোগে আট জন বুথ লেভেল এজেন্ট (বিএলএ)-এর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে কমিশন। জেলা প্রশাসনকে বিধি মেনে কাজ পরিচালনার কড়া বার্তাও দেওয়া হয়েছে।

অভিযোগ, বহু এলাকায় বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়ার বদলে স্কুল বা পার্টি অফিস থেকে ফর্ম বিলি করছেন। সেই অভিযোগের ভিত্তিতেই কমিশন কোচবিহার ও উত্তর ২৪ পরগনা-সহ একাধিক জেলার বিএলওদের শোকজ়ের নির্দেশ দিয়েছে। অন্যদিকে, মৃত ভোটারের পরিবারের কাছে ফর্ম জমা দেওয়ার জন্য জোরাজুরির অভিযোগে আট বিএলএ-র বিরুদ্ধে এফআইআর করেছে কমিশন।

ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরে একটি বিশেষ অভিযোগ সেল চালু করা হয়েছে। নাগরিকেরা ০৩৩-২২৩১০৮৫০ নম্বরে ফোন করে বিএলওদের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন।

উল্লেখ্য, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ২৪ পরগনা ও পশ্চিম বর্ধমান থেকে একের পর এক অনিয়মের অভিযোগ উঠছে। নন্দীগ্রামে ফর্ম বিলি ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনাও ঘটে। মাথাভাঙায় বিজেপির বুথ এজেন্টকে মারধরের অভিযোগে তিন তৃণমূল কর্মীকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে, দুর্গাপুরের বিধাননগরে তৃণমূল কার্যালয়ে বিএলওকে সঙ্গে নিয়ে সাংসদ কীর্তি আজাদ ফর্ম বিলি করছেন বলে অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *