কোলফিল্ড টাইমস: ২০১১ সালের পর থেকে এখনও পর্যন্ত রাজ্যের বিভিন্ন সংশোধনাগার থেকে মুক্তি পেয়েছেন ৮৪০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি। আইন অনুযায়ী ১৪ বছর বা তার বেশি সময় সাজাভোগের পর বন্দিরা মুক্তির আবেদন করতে পারেন। তাঁদের আচরণ, মানসিক পরিবর্তন-সহ নানা বিষয় খতিয়ে দেখে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে মুক্তি দেওয়ার। আরও ৪৫ জন বন্দিকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্দিদের পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, “সংশোধনাগারের কাজ অপরাধীদের মানসিকতার পরিবর্তন করে, তাঁদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনা। ২০১১ সালের পর থেকে এখনও পর্যন্ত ৮৪০ জন বন্দি মুক্তি পেয়েছেন। আরও ৪৫ জনকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আমি আশা করি, তাঁরা মুক্ত জীবনে সুনাগরিক হয়ে উঠবেন।”
যাবজ্জীবন সাজা প্রাপ্ত মানুষদের মধ্যে যাঁদের ইতিমধ্যেই ১৪ বছরের বেশি বন্দিদশা সম্পূর্ণ হয়ে গেছে, তাঁদের অনেককেই আমাদের সরকার আইন মেনে মুক্তি দিয়েছে। ২০১১ সালের পর থেকে এখনো পর্যন্ত ৮৪০ জন এরকম মানুষ ছাড়া পেয়েছেন। আরো ৪৫ জনকে আইনের পথে মুক্তি দেওয়া হচ্ছে। আমি তাঁদের ও তাঁদের…
— Mamata Banerjee (@MamataOfficial) September 18, 2025
আইন বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন সাজা ভোগ করার পর বন্দিদের পুনর্বাসন প্রক্রিয়া সমাজের জন্য গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রীও এদিন ইঙ্গিত দেন, এই মুক্তি শুধু আইনি নিয়ম মেনে নয়, সংশোধনাগারের উদ্দেশ্য সফল হওয়ারই প্রতিফলন।