Home / খবর / রাজ্য / টেট উত্তীর্ণদের মিছিল ঘিরে উত্তাল ধর্মতলা, বিধানসভা গেটে ধস্তাধস্তি

টেট উত্তীর্ণদের মিছিল ঘিরে উত্তাল ধর্মতলা, বিধানসভা গেটে ধস্তাধস্তি

কোলফিল্ড টাইমস: চাকরিপ্রার্থীদের আন্দোলনে ফের উত্তাল হল রাজপথ। ২০২২ সালের টেট উত্তীর্ণরা ইন্টারভিউয়ের দাবিতে বৃহস্পতিবার পথে নামেন। ধর্মতলা চত্বরে সেই মিছিল ঘিরে উত্তেজনা চরমে পৌঁছয়। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের কাছে আন্দোলনকারীদের আটকানোর চেষ্টা করে পুলিশ। কিন্তু বাধা উপেক্ষা করে তাঁরা ছুটে যেতে থাকেন বিধানসভার দিকে। পুলিশও পিছু নেয়।

চাকরিপ্রার্থীদের দাবি, টেট পরীক্ষায় পাশ করার পর প্রায় তিন বছর কেটে গেলেও এখনও তাঁদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়নি। এই পরিস্থিতিতে দ্রুত ইন্টারভিউ শুরু করার দাবি জানান তাঁরা। একই সঙ্গে ৫০ হাজার নতুন নিয়োগেরও দাবি তোলেন। পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে তাঁরা বিধানসভা অভিমুখে ছুটতে থাকেন। পুলিশের তরফে বারবার ঘোষণা করা হয়, এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে, আইন না ভাঙার অনুরোধ করা হয়। কিন্তু তাতে কর্ণপাত করেননি আন্দোলনকারীরা।

এক পর্যায়ে বিধানসভা ২ নম্বর গেটের সামনে গিয়ে বসে পড়েন চাকরিপ্রার্থীরা। সেখানেই শুরু হয় তর্কাতর্কি। পুলিশ তাঁদের টেনে হিঁচড়ে তুলে দেয় প্রিজন ভ্যানে। আবার চাকরিপ্রার্থীদের একাংশ প্রিজন ভ্যানের সামনেই বসে পড়েন। তাঁদেরও জোর করে সরিয়ে নেয় পুলিশ। আপাতত প্রত্যেককে সেখান থেকে তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

এই ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ধর্মতলা ও বিধানসভা চত্বর কার্যত রণক্ষেত্রের রূপ নেয়।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *