এখন থেকে বয়স ১৮ বছর পূর্ণ হওয়া মাত্রই অনলাইনে ভোটার তালিকায় নাম তোলা যাবে। বছরের নির্দিষ্ট সময়ে নয়, সারা বছর ধরেই এই সুবিধা পাওয়া যাবে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ফর্ম-৬ পূরণ করে ছবি–সহ প্রয়োজনীয় তথ্য জমা দিলেই আবেদন করা সম্ভব। কমিশনের পোর্টালে লগ ইন করে সহজেই জানা যাবে আবেদন কোন পর্যায়ে রয়েছে, এমনকি খারিজ হলে তার কারণও দেখা যাবে।
সবচেয়ে বড় পরিবর্তন হল—আবেদন খারিজ হলেও মিলবে আপিলের সুযোগ। আগে বিএলও স্তরে আবেদন বাতিল হলে আর কোনও আপিল করা যেত না। এবার থেকে সেই খারিজ আবেদনও আপিলযোগ্য। আপিল অনলাইনে জমা পড়বে সরাসরি জেলা নির্বাচন আধিকারিকের কাছে। তিনি পরীক্ষা করে আবেদন মঞ্জুর বা বাতিল করতে পারেন। বাতিল হলে আবারও আপিল করা যাবে, যা সরাসরি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) কাছে পৌঁছবে।
এতদিন দেখা গিয়েছে, ভোটার তালিকায় নাম নথিভুক্তির আবেদন বাতিল হলে অনেকেই আর আপিল করেন না। উদাহরণস্বরূপ, মহারাষ্ট্রে গত বিধানসভা নির্বাচনের সময়ে মাত্র ৮০টি আপিল জমা পড়েছিল জেলা স্তরে, সিইও স্তরে একটিও না।