Home / লাইফস্টাইল / সাইবার জালিয়াতি রুখতে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে বাধ্যতামূলক SIM-ডিভাইস সংযুক্তি

সাইবার জালিয়াতি রুখতে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে বাধ্যতামূলক SIM-ডিভাইস সংযুক্তি

সাইবার প্রতারণার বিস্তার রোধে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপগুলোর জন্য বাধ্যতামূলক নিরন্তর SIM–ডিভাইস বাইন্ডিংয়ের (continuous SIM-device binding) নির্দেশ জারি করল কেন্দ্র। ২০২৪ সালে একমাত্র সাইবার জালিয়াতিতেই ক্ষতির পরিমাণ ২২,৮০০ কোটি টাকা ছাড়ানোর পরেই এই পদক্ষেপ নিল সরকার। সোমবার এক বিবৃতিতে টেলিযোগাযোগ মন্ত্রক জানায়, বড় আকারের, বিশেষ করে সীমান্ত–পার— সাইবার প্রতারণা ঠেকাতে এটি অত্যন্ত জরুরি। পরে একটি বিজ্ঞপ্তিতে মন্ত্রক পরিষ্কার করে দেয়, সাধারণ ব্যবহারকারীদের জন্য এই নিয়মে কোনো প্রভাব পড়বে না।

দূরসংযোগ বিভাগ (DoT) জানিয়েছে, টেলিকম সাইবার সিকিউরিটি রুলসের আওতায় এই নির্দেশ একেবারে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ। এর লক্ষ্য টেলিকম–আইডেন্টিফায়ারগুলির অপব্যবহার ঠেকানো, পরিচয় শনাক্তকরণ নিশ্চিত করা এবং দেশের ডিজিটাল ব্যবস্থার ওপর জনসাধারণের আস্থা বজায় রাখা।

কোন সমস্যাটি সমাধান করা হচ্ছে?

বর্তমানে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সিগন্যাল–এর মতো অ্যাপগুলিতে সংশ্লিষ্ট সিম বন্ধ হয়ে গেলেও, সরিয়ে ফেললেও বা বিদেশে নিয়ে গেলেও অ্যাকাউন্ট সক্রিয় থাকে। এই নিরাপত্তা ফাঁক ব্যবহার করে—

  • অজ্ঞাত পরিচয়ের অনলাইন প্রতারণা
  • ‘ডিজিটাল অ্যারেস্ট’ জালিয়াতি
  • ভারতীয় নম্বর ব্যবহার করে সরকারি প্রতিনিধি সেজে প্রতারণা
  • বিদেশ থেকে অপরাধী চক্রের সক্রিয়তা
    চালানো হচ্ছে।

নতুন নির্দেশ কী বলছে?

নতুন নিয়ম অনুযায়ী—
১. বাধ্যতামূলক SIM–ডিভাইস সংযুক্তি:
অ্যাকাউন্ট বা ওয়েব সেশন কেবল তখনই চালু থাকবে, যখন সংশ্লিষ্ট সিমটি ব্যবহারকারীর ডিভাইসে সক্রিয় অবস্থায় থাকবে।
→ এতে ভারতীয় নম্বর ব্যবহার করে বিদেশি বা বেনামী প্রতারণার পথ কার্যত বন্ধ হবে।

২. ছয় ঘণ্টা পরপর ওয়েব সেশন লগ-আউট:
অ্যাপ ব্যবহারে কোনো প্রভাব নেই, তবে ওয়েব/ডেস্কটপ সেশন স্বয়ংক্রিয়ভাবে প্রতি ৬ ঘণ্টা অন্তর লগ-আউট হবে।
→ দীর্ঘ সময় ধরে অননুমোদিত সেশন, রিমোট অ্যাকসেস, বা মিউল অ্যাকাউন্ট ব্যবহার রোধ হবে।

৩. ঘনঘন রি-অথেন্টিকেশন:
অপরাধীদের বারবার সিম/ডিভাইসের নিয়ন্ত্রণ প্রমাণ করতে হবে।
→ প্রতারণা করা কঠিন হয়ে উঠবে।

সাধারণ ব্যবহারকারীরা কীভাবে প্রভাবিত হবেন?

মন্ত্রক জানিয়েছে—

  • ফোনে সিম থাকা অবস্থায়
  • দেশ–বিদেশে রোমিং ব্যবহার করার সময়
    কোনো প্রভাব পড়বে না।
    এটি ব্যাঙ্কিং ও পেমেন্ট অ্যাপগুলির নিরাপত্তা ব্যবস্থার মতোই।

কোন কোন অ্যাপের ক্ষেত্রে নিয়ম প্রযোজ্য?

হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সিগন্যাল, আরাট্টাই, স্ন্যাপচ্যাট, শেয়ারচ্যাট, জিওচ্যাট, জোশসহ সব অ্যাপ–ভিত্তিক যোগাযোগ পরিষেবার ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য।

সব প্ল্যাটফর্মকে ১২০ দিনের মধ্যে DoT–কে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হবে। না-মানলে টেলিকমিউনিকেশনস অ্যাক্ট, ২০২৩–সহ অন্যান্য আইনে ব্যবস্থা নেওয়া হবে।

দেশকে সাইবার সুরক্ষিত করতে এই পদক্ষেপ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ— তা আবারও স্পষ্ট করেছে DoT।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *