Home / খবর / দেশ / বিজয়ের জনসভায় ভয়াবহ বিপর্যয়, তামিলনাড়ুতে পদপিষ্ট হয়ে মৃত ৩৯

বিজয়ের জনসভায় ভয়াবহ বিপর্যয়, তামিলনাড়ুতে পদপিষ্ট হয়ে মৃত ৩৯

তামিলনাড়ুর করুর জেলায় অভিনেতা তথা নবগঠিত দল তামিলাগা ভেট্রি কাজ়াগম (টিভিকে)-র প্রতিষ্ঠাতা বিজয়ের জনসভায় পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৯। শনিবার রাতেই ৩৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। রবিবার ভোরে মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন সাংবাদিক বৈঠকে জানান, মৃতদের মধ্যে শিশু ও মহিলাও রয়েছেন। আহত ৫১ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

স্ট্যালিন জানিয়েছেন, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা এবং আহতদের এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। ইতিমধ্যেই ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, জনসভায় অনুমতি দেওয়া হয়েছিল ১০ হাজার লোকের জন্য। কিন্তু হাজির হয় প্রায় ২৭ হাজার মানুষ। দুপুর থেকে মাঠে ভিড় জমতে শুরু করলেও বিজয় মঞ্চে ওঠেন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে। দীর্ঘ প্রতীক্ষা, খাবার ও পানীয়র অভাব এবং প্রিয় অভিনেতাকে দেখার উন্মাদনা মিলে বিপর্যয়ের সৃষ্টি হয়। বক্তৃতা চলাকালীন হুড়োহুড়ি শুরু হলে বহু মানুষ মাটিতে পড়ে যান এবং পদপিষ্ট হন।

ঘটনার সময় বক্তৃতা থামিয়ে আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন বিজয়। তবে ততক্ষণে প্রাণ হারান বহু মানুষ। পুলিশ জানিয়েছে, ঠিক কী কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল, তদন্তের পরেই স্পষ্ট হবে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *