পুরী জগন্নাথ মন্দিরে সন্ত্রাসবাদী হামলার হুমকিতে উত্তেজনা ছড়িয়েছে। বুধবার মা বুড়ি ঠাকুরানি মন্দিরের দেওয়ালে বড় বড় করে ওড়িয়া ভাষায় লেখা ছিল— “জঙ্গিরা জগন্নাথ মন্দির ধ্বংস করে দেবে।” বার্তায় ‘প্রধানমন্ত্রী মোদী’ ও ‘দিল্লি’ শব্দও উল্লেখ ছিল। ঘটনাটি নজরে আসতেই ভক্তদের মধ্যে আতঙ্ক ছড়ায় এবং পুলিশকে খবর দেওয়া হয়।
ওড়িয়ায় লেখা গ্রাফিটিতে আরও বলা হয়েছিল, “জঙ্গিরা শ্রীমন্দির ধ্বংস করবে। আমায় ফোন করুন, নাহলে সব ধ্বংস হয়ে যাবে।” পুরীর এসপি পিনাক মিশ্র জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যেই পুলিশ দল গঠন করে অভিযুক্তদের খোঁজে নামা হয়েছে।
এই ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে, যাকে “মানসিকভাবে অস্থির” বলে মনে করা হচ্ছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, মঙ্গলবার রাতেই দেওয়ালে এই বার্তা লেখা হয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং মন্দির চত্বরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।










