Home / খবর / দেশ / মহাকাশ জয় করার পর দেশে ফিরলেন শুভাংশু শুক্লা

মহাকাশ জয় করার পর দেশে ফিরলেন শুভাংশু শুক্লা

screenshot 20250817 072124~2

স্বাধীনতা দিবসের মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণার পরদিনই দেশে ফিরলেন ইতিহাস গড়া মহাকাশচারী শুভাংশু শুক্লা। রবিবার ভোরে দিল্লি বিমানবন্দরে অবতরণ করেন তিনি। ১৫ জুলাই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মিশন সম্পূর্ণ করে পৃথিবীতে ফেরা শুক্লা এদিন আমেরিকা থেকে ভারতে ফিরলেন।

বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন পরিবার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত সহ বহু সাধারণ মানুষ। জাতীয় পতাকা হাতে দেশবাসীর উচ্ছ্বাসে ভেসে যান শুক্লা। আবেগতাড়িত হয়ে তিনি বলেন, এত ভালোবাসা একসঙ্গে পাওয়া জীবনের এক বিরল মুহূর্ত।

ভারত ফেরার আগে ইনস্টাগ্রামে একটি পোস্টে শুভাংশু লিখেছিলেন, “বিদেশের অসাধারণ মানুষদের বিদায় জানাতে কষ্ট হচ্ছে, আবার নিজের দেশ ও আপনজনদের কাছে ফেরার আনন্দও অপরিসীম।”

জানা গিয়েছে, রবিবারই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন তিনি। ইসরোর গগনযান মিশনের অংশ হিসেবেই অ্যাক্সিওম-৪ অভিযানে মহাকাশে গিয়েছিলেন গ্রুপ ক্যাপ্টেন শুক্লা। দেশবাসীর প্রত্যাশা, তাঁর এই সাফল্য ভারতের আগামী মানব মহাকাশ অভিযানের পথ আরও সুগম করবে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *