Home / খবর / দেশ / নীতিশের প্রশংসায় সোশাল মিডিয়ায় পোস্ট শত্রুঘ্ন সিনহার, আসানসোলের সাংসদকে ধন্যবাদ অগ্নিমিত্রা পালের

নীতিশের প্রশংসায় সোশাল মিডিয়ায় পোস্ট শত্রুঘ্ন সিনহার, আসানসোলের সাংসদকে ধন্যবাদ অগ্নিমিত্রা পালের

আসানসোল : বিহার বিধানসভা নির্বাচনে এনডিএর বিপুল জয়ের পরে আসানসোলের তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শত্রুঘ্ন সিনহা মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

সাংসদ নিজের অফিসিয়াল X ( এক্স) হ্যান্ডেলে শত্রুঘ্ন সিনহা পোষ্ট করে লিখেছেন “অভিনন্দন! বিহারের মানুষকে অভিনন্দন, যারা নিজেদের পছন্দের সরকার ও সবচেয়ে সম্মানিত, ভদ্র রাজনীতিক নীতিশ কুমারের নেতৃত্ব বেছে নিয়েছেন। বিহারের সবচেয়ে দীর্ঘ মেয়াদী, বিশ্বস্ত, পরীক্ষিত এবং সফল মুখ্যমন্ত্রী হিসেবে তিনি মানুষের প্রত্যাশা পূরণ করেছেন। তার পাশে থাকা সকল ব্যক্তি ও দলকেও সাধুবাদ। ঈশ্বর সকলকে আশীর্বাদ করুন। জয় বিহার! জয় হিন্দ!” এই পোস্টে লেখার পাশাপাশি নীতিশ কুমারের সঙ্গে তার চারটি ছবিও দিয়েছেন।

শত্রুঘ্ন সিনহার এই পোস্ট পশ্চিমবঙ্গের রাজনীতিতে অবশ্যই শোরগোল ফেলেছে। কারণ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও এনডিএর বিরুদ্ধে ক্রমাগত আক্রমণাত্মক ভূমিকা নিয়ে আসছে। তাই দলের অন্দরেই অনেকে আসানসোলের সাংসদের এই পোস্টকে ‘পার্টি লাইনের বিরুদ্ধে’ বলে মনে করছেন।

অন্যদিকে, তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার এই পোস্ট নিয়ে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত বঙ্গের পদ্ম শিবির। রবিবার এক ভিডিও বার্তায় আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, দলের বিরুদ্ধে গিয়েও সত্যি কথা বলার সাহস দেখিয়েছেন শত্রুঘ্ন সিনহা’জি। এর জন্য তাঁকে ধন্যবাদ। তিনি সত্যি কথাটা বলার সাহস রেখেছেন।
এর সঙ্গে বিজেপি বিধায়ক এই প্রসঙ্গে রাজ্যের শাসক দল তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন।

তিনি বলেন, তৃণমূল কংগ্রেস দ্বিচারিতা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও তাদের ইন্ডি ( ইন্ডিয়া) জোট এনডিএ সরকার কিছু করছে না বলে এবং এসআইআর নিয়ে ভুল প্রচার করে মানুষকে ভুল বোঝাচ্ছেন।

তবে দলের সাংসদের এই পোস্ট নিয়ে তৃণমুল কংগ্রেস নেতৃত্ব অফিসিয়াল কোনও প্রতিক্রিয়া দেয়নি।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *