কোলফিল্ড টাইমস: নতুন মাসের শুরুতেই এলপিজি সিলিন্ডারের দামে কিছুটা স্বস্তি মিলল। খনিজ তেল সরবরাহকারী সংস্থাগুলির তরফে নভেম্বর মাস থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে। তবে গৃহস্থালিতে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত থাকছে।
কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমে দাঁড়াল ১,৬৯৪ টাকা। আগের মাসের তুলনায় প্রতি সিলিন্ডারে ৬ টাকা ৫০ পয়সা কমেছে। পুজোর মাসে দাম ছিল ১,৬৮৪ টাকা, অক্টোবর মাসে বেড়ে হয়েছিল ১,৭০০ টাকা ৫০ পয়সা। সেই তুলনায় নভেম্বর মাসে ফের কিছুটা দাম কমাল কেন্দ্র।
তবে ঘরোয়া রান্নার গ্যাসের (১৪.২ কেজি) সিলিন্ডারের দাম অপরিবর্তিত, এখনও কলকাতায় এর দাম ৮৭৯ টাকা।
দেশ জুড়ে নতুন এই দাম নভেম্বরের ১ তারিখ থেকেই কার্যকর হয়েছে বলে জানিয়েছে খনিজ তেল সরবরাহকারী সংস্থাগুলি।










