Home / খবর / দেশ / রামমোহন রায় ‘ইংরেজদের দালাল’! দেশ জোড়া বিতর্কের চাপে ক্ষমা চাইলেন মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী

রামমোহন রায় ‘ইংরেজদের দালাল’! দেশ জোড়া বিতর্কের চাপে ক্ষমা চাইলেন মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী

রাজা রামমোহন রায়কে ‘ইংরেজদের দালাল’ বলেই তীব্র বিতর্কের মুখে পড়েছেন মধ্যপ্রদেশের বিজেপি সরকারের শিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার। তাঁর মন্তব্যে ক্ষুব্ধ বিভিন্ন মহল, বিশেষ করে বাংলার রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গন। বিতর্ক বাড়তে থাকায় শেষমেশ দুঃখ প্রকাশ করেছেন তিনি।

সম্প্রতি এক অনুষ্ঠানে পারমার বলেন, ইংরেজরা দেশকে নিজেদের মতো করে সাজাতে চেয়েছিল। আর এই কাজে তারা কিছু ভারতীয়কে হাতে রেখেছিল—যাদের মধ্যে রামমোহন রায়ও ছিলেন। তাঁর দাবি, রামমোহন ইংরেজদের স্বার্থে কাজ করেছেন, এমনকি ধর্মান্তরণের পথও খুলে দিয়েছিলেন। তুলনায় তিনি বীরসা মুণ্ডাকে প্রকৃত প্রতিরোধের প্রতীক বলে উল্লেখ করেন।

এই মন্তব্যে ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসসহ বহু বিশিষ্টজন। তৃণমূল মুখপাত্রদের অভিযোগ—বিজেপি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বাংলার মনীষীদের অপমান করছে। শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন, এমন মন্তব্য একেবারেই অজ্ঞতা ও শিশুসুলভ মনোভাবের পরিচয়। রামমোহন শুধু বাংলার নয়, সমগ্র ভারতের একজন অন্যতম শ্রেষ্ঠ চিন্তাবিদ—তাঁকে এভাবে অপমান করা লজ্জাজনক।

তৃণমূল অতীতের ঘটনাও তুলে ধরে বিজেপিকে আক্রমণ করেছে—বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর, রবীন্দ্রনাথকে নিয়ে ভুল মন্তব্য, পাঠ্যবই থেকে নাম বাদ দেওয়ার অভিযোগও তুলে ধরা হয়েছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *