Home / খবর / দেশ / শবরীমালা দর্শনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, হেলিপ্যাড ছুঁতেই আটকাল হেলিকপ্টারের চাকা

শবরীমালা দর্শনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, হেলিপ্যাড ছুঁতেই আটকাল হেলিকপ্টারের চাকা

কোলফিল্ড টাইমস: কেরলের পাঠানমথিট্টার প্রমাদম এলাকায় বুধবার সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণের পর সামান্য সমস্যায় পড়ে। সকাল ৯টা ৫ মিনিট নাগাদ নবনির্মিত হেলিপ্যাডে হেলিকপ্টারটি নিরাপদে নামলেও, অবতরণের কিছুক্ষণ পর চাকার অংশ সদ্য ঢালা কংক্রিটের মধ্যে খানিকটা বসে যায়।

তবে রাষ্ট্রপতির যাত্রায় কোনো বিঘ্ন ঘটেনি। তিনি নির্ধারিত সময়েই পাম্পা অভিমুখে সড়কপথে রওনা হন।

সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রমাদম ইনডোর স্টেডিয়ামের হেলিপ্যাডটির নির্মাণকাজ রাষ্ট্রপতির আগমনের কয়েক ঘণ্টা আগেই শেষ হয়। মূলত নিলাক্কলে অবতরণের পরিকল্পনা থাকলেও, আবহাওয়ার অবনতি হওয়ায় শেষ মুহূর্তে হেলিপ্যাড পরিবর্তন করা হয়। পরে পুলিশ ও দমকলকর্মীরা হেলিকপ্টারটি নরম কংক্রিটের উপর থেকে সরিয়ে নেন।

পাম্পায় রাষ্ট্রপতি নদীতে স্নান না করে পা ধুয়ে ঐতিহ্যবাহী শুদ্ধিকরণ অনুষ্ঠান সম্পন্ন করবেন। এরপর গণপতি মন্দিরে ইরুমুড়ি প্রস্তুত করার পর তিনি গোরখা জরুরি পরিষেবার একটি চার-চাকা গাড়িতে শবরীমালার সন্নিধানমের উদ্দেশে রওনা দেবেন।

ছয়টি গাড়ির নিরাপত্তা বহরসহ রাষ্ট্রপতি সকাল ১১টা ৫০ মিনিট নাগাদ সন্নিধানমে পৌঁছানোর কথা, যেখানে তাঁকে পূর্ণকুম্ভমে স্বাগত জানাবেন তান্ত্রি কন্দারু মহেশ মোহনরু।

এরপর রাষ্ট্রপতি অষ্টাদশ পবিত্র সিঁড়ি (পথিনেত্তামপাড়ি) বেয়ে ভগবান অয়্যাপ্পার দর্শন করবেন। সমস্ত পূজা সম্পন্ন করে দেবস্বম অতিথিশালায় বিশ্রাম নিয়ে বিকেলে প্রমাদমে ফিরে আসার কথা রয়েছে তাঁর।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *