Home / খবর / দেশ / বিহারে ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’র সূচনা প্রধানমন্ত্রী মোদীর হাতে , ১০ হাজার টাকা করে জমা পড়ল ৭৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে

বিহারে ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’র সূচনা প্রধানমন্ত্রী মোদীর হাতে , ১০ হাজার টাকা করে জমা পড়ল ৭৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে

নবরাত্রির শুভক্ষণে শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিহারের ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’র সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পের আওতায় রাজ্যের ৭৫ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ১০ হাজার টাকা করে জমা হয়েছে, মোট অর্থমূল্য প্রায় ৭,৫০০ কোটি টাকা। দিল্লি থেকে ভার্চুয়ালি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও রাজ্য সরকারের অন্যান্য মন্ত্রীরা।

প্রকল্প উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বলেন, “নবরাত্রির এই শুভ দিনে বিহারের মহিলাদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে পেরে আমি আনন্দিত। আমি স্ক্রিনে লক্ষ লক্ষ মহিলাকে দেখছি— তাঁদের আশীর্বাদ আমাদের কাছে এক অমূল্য শক্তি। তাঁদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই।” তিনি আরও বলেন, “আজ ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’ শুরু হচ্ছে। ইতিমধ্যেই ৭৫ লক্ষ মহিলা এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছেন এবং প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে জমা হয়েছে।”

এই উপলক্ষে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, “মহিলাদের উদ্দেশে বলতে চাই— অনেক কাজ হচ্ছে, প্রধানমন্ত্রী আপনাদের জন্য কাজ করছেন। আগের সরকার মহিলাদের জন্য কিছুই করেনি। যাঁকে (লালু যাদব) ক্ষমতা থেকে সরানো হয়েছিল, তিনি নিজের স্ত্রীকে মুখ্যমন্ত্রী করেছিলেন। তাঁদের চিন্তা ছিল শুধু পরিবারের জন্য। আমরা পরিবারের জন্য নই, আমরা কাজ করি গোটা বিহারের জন্য।”

বিহার এনডিএ সরকারের এই প্রকল্পের লক্ষ্য রাজ্যের মহিলাদের স্বনির্ভর করে তোলা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। ভোটের আগে এই প্রকল্প রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্ববহ বলে মনে করা হচ্ছে। সরকারি সূত্রে জানা গেছে, প্রত্যেক পরিবার থেকে একজন মহিলা এই প্রকল্পের আওতায় আসবেন এবং তাঁদের পছন্দের জীবিকা গড়ে তুলতে প্রাথমিকভাবে ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে। পরবর্তী ধাপে সর্বাধিক ২ লক্ষ টাকা পর্যন্ত অতিরিক্ত আর্থিক সহায়তার ব্যবস্থাও রাখা হয়েছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *