Home / খবর / দেশ / বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠকে বঙ্গ-জয়ের ডাক, সোশ্যাল মিডিয়া ও কেন্দ্রীয় প্রকল্পে জোর দিলেন প্রধানমন্ত্রী মোদী

বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠকে বঙ্গ-জয়ের ডাক, সোশ্যাল মিডিয়া ও কেন্দ্রীয় প্রকল্পে জোর দিলেন প্রধানমন্ত্রী মোদী

পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠকে আগামী বিধানসভা নির্বাচনে জয়ের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সূত্রের খবর, তিনি বলেন, রাজ্যে বিজেপি উল্লেখযোগ্য অগ্রগতি করলেও বর্তমান সরকারকে টেক্কা দিতে লড়াই আরও জোরদার করতে হবে।

মোদীর বক্তব্য, “এই নির্বাচনে বাংলায় আমাদের জিততেই হবে। আপনারা অনেক দূর এগিয়েছেন, কিন্তু এই সরকারের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করতে হবে।”

বৈঠকে প্রধানমন্ত্রী ‘এসআইআর’ প্রক্রিয়া নিয়ে মন্তব্য করেন। তিনি এটিকে প্রয়োজনীয় একটি “শুদ্ধিকরণ” প্রক্রিয়া বলে উল্লেখ করেন। পাশাপাশি সাংসদদের কেন্দ্রীয় সরকার–প্রাপ্ত বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার নির্দেশ দেন, যাতে কল্যাণমূলক প্রকল্পগুলি কার্যকরভাবে মানুষের কাছে পৌঁছে যায়।

এছাড়াও, সরকার–সংক্রান্ত তথ্য, কাজ এবং সাফল্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সোশ্যাল মিডিয়াকে আরও বেশি ব্যবহার করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

এদিকে তৃণমূল কংগ্রেস (TMC) শনিবার অভিযোগ তোলে যে নির্বাচন কমিশনের এসআইআর না কি পশ্চিমবঙ্গকে লক্ষ্য করেই চালানো হচ্ছে। দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে তৃণমূল সাংসদ সাজদা আহমেদ জানান, এই বিষয়টি শীতকালীন অধিবেশনেও তোলা হবে।

তিনি বলেন, “কাল আমরা নির্বাচন কমিশনের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছি। কিন্তু আমাদের পাঁচটি প্রশ্নের কোনও উত্তর তারা দেয়নি। এতে স্পষ্ট যে এসআইআর–এর মাধ্যমে বাংলা এবং বাংলার মানুষকে নিশানা করা হচ্ছে। মানুষ অত্যন্ত উদ্বিগ্ন।”

নির্বাচন কমিশন অবশ্য তৃণমূলের এই অভিযোগ নস্যাৎ করে। কমিশনের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কমিশন আধিকারিকদের ‘ভয় দেখানো বা চাপ সৃষ্টি’ না করার অনুরোধ জানানো হয় এবং ভোট–সংক্রান্ত ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকার বার্তাও দেওয়া হয়।

এসআইআর প্রক্রিয়ার জন্য রাজ্যের বিশেষ রোল অবজারভার হিসেবে অবসরপ্রাপ্ত আইএএস সুব্রত গুপ্তকে নিয়োগ করেছে কমিশন। পাশাপাশি বুথ লেভেল অফিসারদের (BLO) নিরাপত্তা নিশ্চিত করতে পশ্চিমবঙ্গের ডিপিজি রাজীব কুমারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *