Home / খবর / দেশ / বিরোধীদের তীব্র প্রতিবাদ, সংসদে পাস অনলাইন গেমিং বিল

বিরোধীদের তীব্র প্রতিবাদ, সংসদে পাস অনলাইন গেমিং বিল

screenshot 20250820 070131~2

বৃহস্পতিবার সংসদে একটি নতুন আইন পাশ হল। যেখানে অনলাইনে টাকা দিয়ে খেলা, সেই খেলার প্রচার বা বিজ্ঞাপন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। বিরোধীরা তীব্র বিক্ষোভ দেখালেও বিলটি লোকসভা এবং রাজ্যসভা—দুই কক্ষেই পাশ হয়েছে এই বিল।

আইন অনুযায়ী, কেউ যদি অনলাইনে টাকা দিয়ে খেলা চালায় বা অংশ নেয়, তবে সর্বোচ্চ তিন বছরের জেল এবং এক কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

বিলটি সংসদে উপস্থাপন করে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, টাকা দিয়ে খেলার নেশা মাদকের মতোই ভয়ংকর। এই খেলার পেছনে শক্তিশালী লোকজন আছে, তারা আদালতে চ্যালেঞ্জ করতে পারে বা সোশ্যাল মিডিয়ায় প্রচার চালাতে পারে। কিন্তু এই খেলার টাকা অনেক সময় সন্ত্রাসবাদে ব্যবহৃত হয়।

এই আইনে সব ধরনের অনলাইন বাজি ও জুয়া যেমন ফ্যান্টাসি স্পোর্টস, পোকার, রামি, কার্ড গেম এবং লটারি নিষিদ্ধ করা হয়েছে।

বিজ্ঞাপন দিলে দুই বছরের জেল এবং পঞ্চাশ লাখ টাকা জরিমানা হতে পারে। ব্যাংক বা অন্য আর্থিক প্রতিষ্ঠান যদি টাকার খেলায় অর্থ লেনদেন করে, তবে তিন বছরের জেল এবং এক কোটি টাকা জরিমানা হতে পারে। কেউ যদি বারবার একই অপরাধ করে, তবে তিন থেকে পাঁচ বছরের জেল এবং দুই কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

এই অপরাধগুলিকে জামিন অযোগ্য রাখা হয়েছে, অর্থাৎ পুলিশ সরাসরি গ্রেপ্তার করতে পারবে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *