কোলফিল্ড টাইমস: নিজের ৭৫তম জন্মদিনে মধ্যপ্রদেশের ধর শহরে এক বড় জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তান ও জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদকে কঠোর ভাষায় নিশানা করলেন। তিনি বললেন, অপারেশন সিঁদুরে ভারতের বিমান হামলা জইশ-এর বড় ধরনের ক্ষতি করেছে। একটি ভিডিওতে জইশের এক কমান্ডার সেই ক্ষতির কথা স্বীকার করেছেন। জঙ্গিগোষ্ঠীর এক নেতাই স্বীকার করেছেন, জইশ প্রধান মাসুদ আজহারের পরিবারকে নিকেশ করেছে ভারতীয় সেনা। মোদীর কথায়, এটাই প্রমাণ যে এখনকার ভারত সন্ত্রাসকে শুধু কঠোর ভাবে আঘাত করে না, কারো পরমাণু-হুমকিতেও ভয় পায় না।
প্রধানমন্ত্রী বলেন, “পাকিস্তানি সন্ত্রাসবাদীরা আমাদের মা-বোনেদের সিঁদুর মুছে দিয়েছিল। আমরা অপারেশন সিঁদুর চালিয়েছি এবং তাদের সন্ত্রাস ঘাঁটি ধ্বংস করেছি। আমাদের সশস্ত্র বাহিনী দ্রুত প্রতিক্রিয়া দেখিয়েছে।” তিনি আরও বলেন, বরাবরই সন্ত্রাসবাদের বিরুদ্ধে এমনই কঠোর অবস্থানই নেওয়া হবে।
অপারেশন সিঁদুরের আবহে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির পরমাণু হামলার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। আর সেই প্রসঙ্গেই সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া বার্তা দিয়ে বলেন, ‘‘এটা নতুন ভারত। আমরা কাউকে ভয় পাই না। ঘরে ঢুকে শত্রুকে খতম করার ক্ষমতা রাখি আমরা।’’
প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন প্রাণ হারান। সেই ঘটনার পরপরই ভারতীয় সেনা পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ন’টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয়। পাল্টা প্রতিক্রিয়ায় সীমান্তে হামলার চেষ্টা চালায় পাকিস্তান সেনা। তবে ভারত সরকার জানায়, পাক হামলা প্রতিহত করে পাল্টা আঘাত হেনেছে ভারতীয় বাহিনী। তাতে পাকিস্তানের একাধিক সেনাঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
টানা তিন দিন ধরে হামলা ও পাল্টা হামলার পর অবশেষে দুই দেশ সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছে। তবে ভারতীয় সেনার অভিযানের জেরে ইসলামাবাদের কূটনৈতিক অস্বস্তি স্পষ্ট, আর সেই আবহেই মোদীর এই মন্তব্য রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।