কোলফিল্ড টাইমস: রাজধানীর ঐতিহাসিক লালকেল্লায় ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন চুরি গেল দেড় কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে-পান্না বসানো কলস। ঘটনায় চাঞ্চল্য ছড়াল দিল্লি পুলিশের অন্দরমহলে। তদন্তে নেমে ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ থেকে এক সন্দেহভাজনকে চিহ্নিত করেছে পুলিশ।
কী ঘটেছিল
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্যবসায়ী সুধীর জৈন মঙ্গলবারও পুজোর জন্য ওই মূল্যবান কলসটি লালকেল্লায় নিয়ে আসেন। অনুষ্ঠান চলাকালীন হঠাৎই মঞ্চ থেকে উধাও হয়ে যায় কলসটি। অভিযোগ দায়ের হওয়ার পরেই তৎপর হয়ে ওঠে পুলিশ।
সিসিটিভিতে ধরা চোর
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দেখা যায়, জৈন সন্ন্যাসীর পোশাক পরে অনুষ্ঠানে ঢুকেছিল এক ব্যক্তি। তার পরেই সে কলসটি সরিয়ে নেয় এবং হেঁটে লালকেল্লার প্রাঙ্গণ থেকে বেরিয়ে যায়। পুরো ঘটনাই ধরা পড়েছে ক্যামেরায়।
পুলিশের অবস্থান
তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, সিসিটিভির সূত্র ধরেই ওই সন্দেহভাজনের খোঁজ শুরু হয়েছে। তাকে দ্রুত গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ। তবে হাই-সিকিউরিটি জ়োনের মধ্যে কীভাবে এভাবে চুরি সম্ভব হলো, সেই প্রশ্নেই এখন বড়সড় ধন্দে তদন্তকারীরা।