Home / খবর / দেশ / ‘পূর্ণ ঐক্যেই এনডিএ জয়ী’, বিহার ভোটে জিতে প্রথম প্রতিক্রিয়া নীতীশ কুমারের

‘পূর্ণ ঐক্যেই এনডিএ জয়ী’, বিহার ভোটে জিতে প্রথম প্রতিক্রিয়া নীতীশ কুমারের

বিহার বিধানসভা নির্বাচনের ভোটগণনা প্রায় শেষ। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী এনডিএ জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ফের সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে। এমন সময় প্রথম প্রতিক্রিয়ায় নীতীশ কুমার বলেন, ‘পূর্ণ ঐক্যের কারণেই এনডিএ জয়ী’।

ফলাফল স্পষ্ট হতে শুরু করতেই মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ভোটারদের ধন্যবাদ জানিয়ে বলেন— “বিহার বিধানসভা নির্বাচন ২০২৫-এ রাজ্যের মানুষ আমাদের উপর আস্থা রেখে বিপুল সংখ্যাগরিষ্ঠতা দিয়েছেন। এর জন্য আমি সকল সম্মানিত ভোটারদের প্রতি কৃতজ্ঞতা ও অভিবাদন জানাই।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে যে সমর্থন দিয়েছেন, তার জন্যও আন্তরিক কৃতজ্ঞতা জানান নীতীশ। এনডিএ-র সমস্ত সহযোগী দলের নেতা চিরাগ পাসওয়ান, জিতন রাম মাঁঝি এবং উপেন্দ্র কুশওয়াহাকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

তাঁর কথায়, “আপনাদের সমর্থনে বিহার আরও এগোবে এবং দেশের সর্বাধিক উন্নত রাজ্যগুলির মধ্যে স্থান করে নেবে।”

অন্য দিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনডিএ-র এই বিপুল জয়কে “সুশাসন, উন্নয়ন, জনকল্যাণ ও সামাজিক ন্যায়বিচারের জয়” বলে উল্লেখ করেছেন।

মোদী বলেন, “বিহারের মানুষ এনডিএ-কে ঐতিহাসিক ও অভূতপূর্ব জয় দিয়েছেন। তাঁদের প্রতি আমার হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা।”

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *