Home / খবর / দেশ / রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন মোদী, আচমকা কী নিয়ে বৈঠক

রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন মোদী, আচমকা কী নিয়ে বৈঠক

শনিবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকের ছবি রাষ্ট্রপতি নিজেই সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে কোনও সরকারি তথ্য প্রকাশ পায়নি। কূটনৈতিক সূত্রের মতে, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চিন সফর ও ভারত-মার্কিন সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষিতে আন্তর্জাতিক ইস্যুতেই এই সাক্ষাৎ ঘিরে গুরুত্ব বাড়ছে।

সম্প্রতি জাপান ও চিন সফর সেরে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। বিশেষত সাংহাই সহযোগিতা সম্মেলনে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মোদীর উপস্থিতি বিশ্ব কূটনীতিতে নতুন জল্পনা তৈরি করেছে। বিশেষজ্ঞ মহলের মতে, ভারত-রুশ-চিনের মধ্যে এক অলিখিত জোটের ইঙ্গিত মিলছে, যা আমেরিকার কূটনৈতিক প্রভাবকে চ্যালেঞ্জ ছুড়তে পারে। এই পরিস্থিতিতেই রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

তবে শুধুই আন্তর্জাতিক প্রেক্ষাপট নয়, অভ্যন্তরীণ কারণও আলোচনার বিষয় হতে পারে। আগামী ৯ সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন। ধনখড়ের উত্তরসূরি নির্বাচনের আগে দেশের দুই শীর্ষ সাংবিধানিক ব্যক্তিত্বের এই বৈঠক রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *