Home / খবর / দেশ / জয়পুর-অজমের হাইওয়েতে ট্যাঙ্কারের ধাক্কায় ট্রাকে বিস্ফোরণ, দাউদাউ করে জ্বলল এলপিজি সিলিন্ডার

জয়পুর-অজমের হাইওয়েতে ট্যাঙ্কারের ধাক্কায় ট্রাকে বিস্ফোরণ, দাউদাউ করে জ্বলল এলপিজি সিলিন্ডার

কোলফিল্ড টাইমস: মঙ্গলবার রাতে জয়পুর-অজমের হাইওয়েতে একটি ট্যাঙ্কার ও এলপিজি সিলিন্ডারবোঝাই ট্রাকের সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংঘর্ষের পর ট্রাকে থাকা গ্যাস সিলিন্ডারগুলো একের পর এক বিস্ফোরিত হতে শুরু করে। বিস্ফোরণের তীব্রতায় বহু সিলিন্ডার ছিটকে কয়েক মিটার দূরে চলে যায়। আগুনের শিখা ও বিস্ফোরণের শব্দ কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা যায়।

জয়পুর রেঞ্জের আইজি রাহুল প্রকাশ জানিয়েছেন, দুর্ঘটনায় ট্যাঙ্কার চালকসহ অন্তত দুই থেকে তিন জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জয়পুর-১ এর সিএমএইচও রবি শেরাওয়াত জানিয়েছেন, প্রাথমিকভাবে জানা গেছে ট্যাঙ্কারের চালককে প্রাথমিক চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনার খবর পেয়ে উপমুখ্যমন্ত্রী প্রেমচন্দ বায়রওয়া মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার নির্দেশে ঘটনাস্থলে পৌঁছান। তিনি জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

পুলিশ ও দমকলের বেশ কয়েকটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। হাইওয়ের দুদু এলাকা সংলগ্ন ওই অংশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বায়রওয়া জানিয়েছেন, ট্রাকগুলোর চালক ও খালাসিরা নিখোঁজ। পুলিশ ও প্রশাসন তাঁদের সন্ধান করছে।

সিএমএইচও শेखাওয়াত আরও জানান, এসএমএস হাসপাতালে সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে, তবে এখনও পর্যন্ত কোনও আহতকে সেখানে আনা হয়নি। দুদুর একটি হাসপাতালে একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী বিনোদ জানিয়েছেন, “এলপিজি সিলিন্ডারবোঝাই ট্রাকটি রাস্তার ধারে একটি হোটেলের সামনে দাঁড় করানো ছিল, চালক খেতে গিয়েছিলেন। সেই সময় পিছন দিক থেকে একটি ট্যাঙ্কার এসে ধাক্কা মারে। ট্যাঙ্কার চালক আহত হয়েছেন এবং তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে।”

উল্লেখ্য, গত বছর ডিসেম্বর মাসে একই হাইওয়েতে জয়পুরের ভাঙ্করোটার কাছে একটি এলপিজি ট্যাঙ্কার ও ট্রাকের সংঘর্ষে ভয়াবহ আগুন লাগে। সেই ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছিল।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *