Home / খবর / দেশ / অবৈধ ভাবে ভারতে বসবাসকারীদের জন্য রাজ্যগুলিকে ডিটেনশন সেন্টার তৈরির নির্দেশ অমিত শাহের মন্ত্রকের

অবৈধ ভাবে ভারতে বসবাসকারীদের জন্য রাজ্যগুলিকে ডিটেনশন সেন্টার তৈরির নির্দেশ অমিত শাহের মন্ত্রকের

অবৈধ ভাবে ভারতে বসবাসকারী বিদেশি নাগরিকদের জন্য বড় পদক্ষেপ নিল কেন্দ্র। প্রত্যেক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে ডিটেনশন সেন্টার তৈরি করতে নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রক। সোমবার জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিদেশিদের নিজ দেশে ফেরত পাঠানোর আগে তাঁদের ওই সেন্টারেই রাখা হবে। এর জন্য ফরেনার্স ট্রাইব্যুনালকে আরও ক্ষমতা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সন্দেহভাজন বিদেশি নাগরিককে ফরেনার্স ট্রাইব্যুনাল সরাসরি ডিটেনশন সেন্টারে পাঠাতে পারবে। কেউ যদি দাবি করেন তিনি বিদেশি নন, তবু প্রমাণ হাজির করতে না পারেন কিংবা আদালত থেকে জামিন না পান, তবে তাঁকেও এই শিবিরে পাঠানো হবে। অভিবাসন ও বিদেশি আইন, ২০২৫ কার্যকর হওয়ার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত।

স্বরাষ্ট্র মন্ত্রক আরও জানিয়েছে, ভারতের যে কোনও পর্বতশৃঙ্গে উঠতে বিদেশিদের কেন্দ্রীয় অনুমোদন লাগবে। গুরুতর অপরাধে দোষী বিদেশিদের দেশে প্রবেশ বা ভারতে থাকার অনুমতি নাও দেওয়া হতে পারে।

গত কয়েক মাস ধরে দেশ জুড়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরপাকড় চলছে। বহুজনকে সীমান্ত পেরিয়ে ফেরত পাঠানো হয়েছে। তবে এই ইস্যুতেই নতুন বিতর্ক শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ভিনরাজ্যে বাংলাভাষী হলেই তাঁদের বাংলাদেশি বলে ধরে পুশব্যাক করা হচ্ছে। এতে প্রকৃত ভারতীয় শ্রমিকরাও হেনস্থার শিকার হচ্ছেন।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *