Home / খবর / দেশ / জম্মু-কাশ্মীরের কাঠুয়ায় মুষলধারে বৃষ্টি, হড়পা বানে মৃত অন্তত ৪

জম্মু-কাশ্মীরের কাঠুয়ায় মুষলধারে বৃষ্টি, হড়পা বানে মৃত অন্তত ৪

screenshot 20250817 110340~2

জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলায় মেঘ ভাঙা বৃষ্টি এবং তার জেরে হড়পা বানে মৃত্যু হল অন্তত ৪ জনের, আহত হয়েছেন আরও ৬ জন। রবিবার ভোররাতে রাজবাগ এলাকার ঘাটি গ্রাম ও আশপাশে এই দুর্ঘটনা ঘটে। হঠাৎ বন্যার জেরে গ্রামটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পুলিশ জানিয়েছে, রাত সাড়ে তিনটে থেকে চারটার মধ্যে একাধিক স্থানে হঠাৎ জল ঢুকে পড়ে। একই সময় জুথানা জোড় এলাকায় ভূমিধসে এক পরিবার ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও এসডিআরএফ-এর যৌথ বাহিনী। এখনও পর্যন্ত ৪ জনের দেহ উদ্ধার হয়েছে, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

প্রবল বর্ষণে সাহার খাড ও উঝ নদীর জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে যায়। উঝ নদীর ফুলে ওঠা জলের ঢলেই ঘাটির বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। জল ঢুকে পড়েছে স্থানীয় শিল্পাঞ্চল, কেন্দ্রীয় বিদ্যালয় ক্যাম্পাস এবং জঙ্গলোতে থানাতেও। রেললাইন ও রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।

জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিংহ মৃতদের প্রতি শোকপ্রকাশ করেছেন। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে উদ্ধার ও ত্রাণ কাজ নিয়ে কথা বলেছেন। স্থানীয় সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ জানিয়েছেন, প্রশাসন, সেনা ও আধাসামরিক বাহিনী মিলে সমন্বিতভাবে পরিস্থিতি মোকাবিলা করছে।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই জম্মু-কাশ্মীরের কিশতওয়ার জেলায় মেঘভাঙা বৃষ্টিতে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছিল। ফলে পরপর প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত উপত্যকার মানুষ।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *