Home / খবর / দেশ / উত্তরাখণ্ডের চামোলিতে ফের ভারী বৃষ্টিতে ধস, নিখোঁজ ১০

উত্তরাখণ্ডের চামোলিতে ফের ভারী বৃষ্টিতে ধস, নিখোঁজ ১০

উত্তরাখণ্ডের চামোলি জেলায় ভারী বর্ষণের জেরে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে নন্দনগর এলাকার কুনত্রি লাগাফালি এবং ধুরমা গ্রামে ধস নামায় ১০ জন নিখোঁজ হয়েছেন। প্রশাসন জানিয়েছে, ইতিমধ্যেই দু’জন মহিলা এবং এক শিশুকে উদ্ধার করা হয়েছে।

এসডিআরএফ (SDRF) এবং এনডিআরএফ (NDRF) দ্রুত উদ্ধারকাজ শুরু করেছে। কুনত্রি লাগাফালি গ্রাম থেকে আটজন এবং ধুরমা গ্রাম থেকে দু’জনের খোঁজ মিলছে না।

কুনত্রি লাগাফালি গ্রামের নিখোঁজরা হলেন— কুনওয়ার সিংহ (৪২), তাঁর স্ত্রী কান্তা দেবী (৩৮), তাঁদের যমজ সন্তান বিকাশ ও বিশাল (১০), নরেন্দ্র সিংহ (৪০), জগদম্বা প্রসাদ (৭০), তাঁর স্ত্রী ভাগা দেবী (৬৫) এবং দেবেশ্বরী দেবী (৬৫)। ধুরমা গ্রাম থেকে গুমান সিংহ (৭৫) ও মমতা দেবী (৩৮)-এর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

এসডিআরএফ কমান্ড্যান্ট অর্পণ যাদুবংশী জানিয়েছেন, “ভোর প্রায় ৩টে নাগাদ চামোলি জেলা নিয়ন্ত্রণ কক্ষে কুনত্রি লাগাফালি, কুনত্রি লাগা সরপানি ও ধুরমা ওয়ার্ডে মেঘভাঙা বৃষ্টির খবর আসে। প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রায় ২৭ থেকে ৩০টি বাড়ি ও গরুর খোঁয়াড় ভেঙে গেছে।”

তিনি আরও জানান, “স্থানীয় পুলিশ, প্রশাসন ও ডিডিআরএফ দলও ঘটনাস্থলে রয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, প্রায় ১০ জন ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন। এদের মধ্যে ২ মহিলা ও এক শিশুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।”

অর্পণ যাদুবংশী বলেন, “খবর পেয়েই সাব-ইন্সপেক্টর জগমোহনের নেতৃত্বে গৌচার পোস্ট থেকে একটি এসডিআরএফ দল ঘটনাস্থলে রওনা হয়। টানা বৃষ্টি ও রাস্তা বন্ধ থাকায় দলটি চরম সমস্যায় পড়ে, তবে প্রায় ৮ কিমি পায়ে হেঁটে অবশেষে ঘটনাস্থলে পৌঁছয়।”

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *