নির্বাচনী তালিকা নিয়ে বিরোধীদের অভিযোগের জবাবে শনিবার এক বিস্তারিত বিবৃতি প্রকাশ করল ভারতের নির্বাচন কমিশন (ECI)। ১০ দফা ব্যাখ্যায় কমিশন জানিয়েছে, ভোটার তালিকা প্রস্তুতির প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ এবং আইনসম্মত। রাজনৈতিক দলগুলির ভূমিকা এই প্রক্রিয়ার প্রতিটি ধাপের সঙ্গে সম্পর্কিত এবং নির্দিষ্ট সময়ে আপত্তি তোলার সুযোগও দেওয়া হয়।
কমিশনের দাবি, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এক মাসের ‘আপত্তি ও দাবি’ জানানোর সময়সীমা থাকে। রাজনৈতিক দল ও ভোটাররা সেই সময়েই ভুলত্রুটি জানাতে পারেন। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ হলে দ্বিস্তরীয় আপিলের ব্যবস্থাও রয়েছে—প্রথমে জেলা শাসক, তারপর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে।
কমিশনের অভিযোগ, অনেক রাজনৈতিক দল ও বুথ লেভেল এজেন্টরা (BLA) নির্দিষ্ট সময়ে খসড়া তালিকা পরীক্ষা করেননি, অথচ নির্বাচনের পর অভিযোগ তুলছেন। কমিশন স্পষ্ট জানিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যেই সঠিক প্রক্রিয়ায় আপত্তি জানানো উচিত ছিল।
স্বচ্ছতাই এই প্রক্রিয়ার মূল ভিত্তি বলে জানিয়েছে কমিশন। একইসঙ্গে কমিশন বলেছে, গঠনমূলক পরামর্শ সবসময়ই স্বাগত। রাজনৈতিক দল ও নাগরিকদের সহযোগিতা ভোটার তালিকা আরও শুদ্ধ ও নির্ভুল করতে সাহায্য করবে।










