কোলফিল্ড টাইমস: ইভিএম ও ভোট প্রক্রিয়া নিয়ে চলতে থাকা প্রশ্ন ও অভিযোগের আবহে অবশেষে স্বচ্ছতায় জোর দিল নির্বাচন কমিশন। বিহারের আসন্ন বিধানসভা নির্বাচন থেকেই ইভিএম ও ভিভিপ্যাট ব্যালটে বড় পরিবর্তন আনতে চলেছে কমিশন।
নতুন নিয়ম অনুযায়ী, ব্যালটে প্রার্থীর নাম, দলের প্রতীক ও নামের পাশাপাশি এবার থেকে থাকবে রঙিন ও স্পষ্ট ছবি। ছবির জন্য বরাদ্দ জায়গার প্রায় দুই-তৃতীয়াংশ দখল করবে সেই ছবি, যাতে ভোটার সহজেই চিনতে পারেন প্রার্থীকে। প্রার্থীর সিরিয়াল নম্বরও বড় ও মোটা অক্ষরে লেখা থাকবে, ‘নোটা’র ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। এছাড়া ব্যালট শিট এবার আরও উন্নতমানের কাগজ ও রঙে ছাপা হবে।
এর আগে ব্যালটে ছবি থাকলেও সেগুলি অনেক সময় ছোট বা সাদা-কালো থাকত, যা বাধ্যতামূলক ছিল না। এবার থেকে রঙিন ছবি বাধ্যতামূলক করা হচ্ছে।
নির্বাচন কমিশনের দাবি, গত ছ’মাস ধরে সব রাজনৈতিক দল ও অংশীদারদের নিয়ে ভোট প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সহজ করার প্রচেষ্টা চলছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই ইভিএম ব্যালটে এই পরিবর্তন আনা হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটার তালিকা শুদ্ধিকরণ, ভোট প্রক্রিয়া সরলীকরণ এবং প্রযুক্তির আধুনিকীকরণ মিলিয়ে মোট ২৮টি উদ্যোগ নেওয়া হয়েছে, যার মধ্যে অন্যতম এই পদক্ষেপ।
উল্লেখ্য, গত এক-দেড় বছরে ভোটার তালিকা, ইভিএম, ভিভিপ্যাট গণনা এবং হঠাৎ ভোটের হার বেড়ে যাওয়া নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন বিরোধীরা। ফলে এবার কার্যত চাপের মুখেই ভোট প্রক্রিয়ায় এই স্বচ্ছতা আনার পথে হাঁটল নির্বাচন কমিশন।