দিল্লির নিজামুদ্দিন এলাকায় অবস্থিত ঐতিহাসিক হুমায়ুনের সমাধির একটি গম্বুজ শুক্রবার ভেঙে পড়ে চাঞ্চল্য ছড়াল। ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দিল্লি ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, ধ্বংসস্তূপের নীচে অন্তত ৮ থেকে ৯ জন আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে ।
সংবাদ সংস্থা পিটিআই প্রথমে জানায় , ধ্বংসস্তূপের নীচে অন্তত আট জন চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এর পরে উদ্ধারকারী দল পাঁচটি দেহ উদ্ধার করে। প্রকাশিত খবরে জানানো হয়েছে, বিকেল ৪.৩০ টার দিকে একটি গম্বুজের একাংশ ধসে পড়ে। তার তলায় চাপা পড়েন আট থেকে ন’জন। ফলে এখনও কয়েক জন চাপা পড়ে আছেন বলে আশঙ্কা।
ছুটির দিন হওয়ার সে সময় সমাধিক্ষেত্রের অন্দরে অনেক পর্যটক ছিলেন বলে পুলিশ জানিয়েছে। দমকলের মোট পাঁচটি বাহিনী উদ্ধারের কাজ শুরু করেছে।