বুধবার লোকসভায় একটি গুরুত্বপূর্ণ বিল পেশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। বিলটি আইনগত কাঠামো তৈরি করবে যাতে প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী বা কেন্দ্রশাসিত অঞ্চলের (জম্মু-কাশ্মীরসহ) মন্ত্রীরা গুরুতর অপরাধে গ্রেফতার হয়ে ধারাবাহিকভাবে ৩০ দিন জেলে থাকলে তাঁদের পদ থেকে সরানো যায়।
প্রস্তাবিত সংশোধনীতে সংবিধানের অনুচ্ছেদ ৭৫, ১৬৪ ও ২৩৯এএ এবং জম্মু-কাশ্মীর পুনর্গঠন আইন, ২০১৯–এর ধারা ৫৪ বদলানো হবে। নতুন বিধান অনুযায়ী, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভায় যে কোনও সদস্য যদি ৩০ দিন টানা জেলে থাকেন এবং সেই অপরাধের সাজা ন্যূনতম পাঁচ বছর বা তার বেশি হয়, তাহলে তাঁকে ৩১তম দিনে পদ থেকে অপসারণ করতে হবে।
জম্মু-কাশ্মীরের ক্ষেত্রে প্রস্তাবিত ধারা ৫৪(৪এ) বলছে, কোনও মন্ত্রী যদি ৩০ দিন ধরে হেফাজতে থাকেন, তাহলে মুখ্যমন্ত্রীর পরামর্শে লেফটেন্যান্ট গভর্নর তাঁকে ৩১তম দিনে পদচ্যুত করবেন। মুখ্যমন্ত্রী পরামর্শ না দিলে স্বয়ংক্রিয়ভাবে তিনি পদ হারাবেন। একই নিয়ম কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
বিলে বলা হয়েছে, সংবিধানের নৈতিকতা রক্ষা এবং জনবিশ্বাস অক্ষুণ্ণ রাখার জন্য এই পদক্ষেপ জরুরি। নির্বাচিত জনপ্রতিনিধিদের চরিত্র ও আচরণ সন্দেহাতীত হওয়া উচিত। গুরুতর অপরাধে অভিযুক্ত কোনও মন্ত্রী জেলে থেকে যদি দায়িত্বে থাকেন, তা সুশাসন ও সাংবিধানিক আস্থাকে আঘাত করতে পারে।