শনিবার শিল্পপতি অনিল আম্বানির সঙ্গে যুক্ত একাধিক স্থানে তল্লাশি চালাচ্ছে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। অভিযোগ, রিলায়েন্স কমিউনিকেশন্স (আরকম) ও তার প্রোমোটার অনিল আম্বানি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) থেকে ২,০০০ কোটি টাকার বেশি প্রতারণা করেছে। এই মামলায় মোট অঙ্ক প্রায় ১৭,০০০ কোটি টাকা।
সূত্র অনুযায়ী, মুম্বইয়ে অনিল আম্বানির সংস্থা ও ব্যক্তিগত সম্পত্তিতে একযোগে তল্লাশি শুরু করেছে সিবিআই।
সরকারি নথি বলছে, ২০২৫ সালের ১৩ জুন এসবিআই আরকমের অ্যাকাউন্টকে প্রতারণামূলক বলে চিহ্নিত করে। আরবিআই-এর ফ্রড রিস্ক ম্যানেজমেন্ট নীতি অনুযায়ী ও ব্যাঙ্কের বোর্ড অনুমোদিত নীতিমালা মেনে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর ২৪ জুন এসবিআই আরবিআই-কে বিষয়টি জানায় এবং সিবিআইয়ের কাছে অভিযোগ দায়েরের প্রক্রিয়া শুরু করে।
কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী সংসদে লিখিতভাবে জানান, “২৪ জুন ব্যাঙ্ক প্রতারণার রিপোর্ট আরবিআই-কে দেয় এবং সিবিআইয়ের কাছে অভিযোগ জানাতে পদক্ষেপ করছে।”
সিবিআই জানিয়েছে, আপাতত মুম্বইয়ে আরকম ও অনিল আম্বানির একাধিক দফতরে তল্লাশি চলছে। অভিযোগ, ঋণের টাকা অন্যত্র সরিয়ে দিয়ে ব্যাঙ্কিং খাতে বিপুল ক্ষতি করেছে সংস্থা। তদন্ত এগোলে আরও সংস্থা বা ব্যক্তির নাম উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।