Home / খবর / দেশ / বিহার বিধানসভা নির্বাচন: বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ, তারাপুর থেকে লড়বেন সম্রাট চৌধুরী

বিহার বিধানসভা নির্বাচন: বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ, তারাপুর থেকে লড়বেন সম্রাট চৌধুরী

আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের আগে মঙ্গলবার নিজেদের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। এই তালিকায় রয়েছে মোট ৭১ জন প্রার্থীর নাম। এনডিএ জোটে আসন বণ্টন নিয়ে চলা অচলাবস্থার মধ্যেই বিজেপি এই তালিকা প্রকাশ করেছে।

তালিকা অনুযায়ী, রাজ্যের দুই উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ও বিজয় কুমার সিনহা দুজনেই নির্বাচনে প্রার্থী হচ্ছেন। সম্রাট চৌধুরী তারাপুর কেন্দ্র থেকে এবং বিজয় কুমার সিনহা লখিসরাই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সিনহা ২০০৫, ২০১০, ২০১৫ এবং ২০২০ — টানা চারবার লখিসরাই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন।

প্রধান প্রার্থীদের মধ্যে রয়েছেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী রেণু দেবী (বেতিয়া), তারকিশোর প্রসাদ (কাটিহার), মঙ্গল পাণ্ডে (সিওয়ান), নীতীশ মিশ্র (ঝাঁঝারপুর), নীরজ কুমার সিং বাবলু (ছাটাপুর), বিজয় কুমার মণ্ডল (সিক্টি), সঞ্জয় সরাওগি (দরভঙ্গা), রানা রণধীর সিং (মধুবন), সুনীল কুমার পিন্টু (সীতামহরি), নিতিন নবীন (ব্যাঙ্কিপুর), ড. প্রেম কুমার (গয়া টাউন) এবং সিদ্ধার্থ সৌরভ (বিক্রম)।

তবে বর্তমান বিধানসভা স্পিকার নন্দ কিশোর যাদবকে প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাম কৃপাল যাদব, যিনি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে পাতলিপুত্র কেন্দ্র থেকে পরাজিত হয়েছিলেন, তাঁকে এবার দানাপুর থেকে প্রার্থী করেছে বিজেপি।

অরুণ সিনহা, যাঁর কুমহার কেন্দ্র থেকে প্রার্থীতা বাতিল করা হয়েছে, দুই দিন আগেই ঘোষণা করেছিলেন যে তিনি এবারের নির্বাচনে লড়বেন না।

উল্লেখ্য, ২৪৩ আসনবিশিষ্ট বিহার বিধানসভার নির্বাচন হবে দুই দফায় — ৬ ও ১১ নভেম্বর। ভোটগণনা হবে ১৪ নভেম্বর।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *