কোলফিল্ড টাইমস: বিহারের মুখ্যসচিব ও শীর্ষ আমলাদের আগামী ৬ অক্টোবরের (সোমবার) মধ্যে সব ধরনের বদলি ও পোস্টিং প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। ভোট ঘোষণার আগে নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতেই এই নিয়মিত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সূত্রের খবর, বদলি ও পোস্টিং প্রক্রিয়া শেষ হলেই বিহারের ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে সফরে যাবেন প্রধান নির্বাচন কমিশনার। তাঁর এই সফরের পরেই ভোটসূচি ঘোষণা হওয়ার পথ খুলবে বলে মনে করা হচ্ছে।

আশা করা হচ্ছে, ৬ অক্টোবরের পরপরই আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে বিহার বিধানসভা ভোটের দিনক্ষণ। একবার ভোটের তারিখ ঘোষণা হলেই সারা রাজ্যে সঙ্গে সঙ্গে কার্যকর হবে আচরণবিধি। তখন আর কোনও বদলি, পোস্টিং অথবা নতুন সরকারি প্রকল্প বা ঘোষণা করা যাবে না।