সোমবার নয়া দিল্লির লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে ভারতের প্রথম মহাকাশচারী এয়ারফোর্স গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে স্বাগত জানালেন নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) সফর থেকে ফেরা শুক্লা তাঁর অভিজ্ঞতা ভাগ করে নেন প্রধানমন্ত্রী সঙ্গে।
প্রধানমন্ত্রীকে অ্যাক্সিয়ম-৪ মিশনের প্যাচ উপহার দেন শুভাংশু। মহাকাশ থেকে তোলা পৃথিবীর কিছু দুর্লভ ছবিও দেখান। এ বছরের শুরুতে হওয়া এই মিশনে শুক্লা ছাড়াও ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পেগি হুইটসন, পোল্যান্ডের স্লাওসজ উজনানস্কি-ভিসনেভস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু। তাঁরা ১৮ দিনে ৬০টিরও বেশি পরীক্ষা এবং ২০টি জনসচেতনতা কর্মসূচি সম্পন্ন করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় শুক্লা জানান, তাঁর মহাকাশ অভিজ্ঞতা আগামী দিনে ভারতের মানব মহাকাশ মিশনকে এগিয়ে নিতে সাহায্য করবে। মোদী তাঁর কৃতিত্বে গর্ব প্রকাশ করেন এবং ভারতের প্রথম মানব মহাকাশ অভিযানে তাঁর অবদানকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন।
এর আগে লোকসভায় স্পিকার ওম বিড়লা শুক্লার সাফল্যের প্রশংসা করেন। তিনি জানান, এই মহাকাশ যাত্রা গোটা দেশকে, বিশেষ করে তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। এজন্য লোকসভায় বিশেষ অধিবেশনও ডাকা হয়। যেখানে ভারতের মহাকাশ কর্মসূচির গুরুত্ব তুলে ধরা হয়।
রবিবার দেশে ফেরার পর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে শুভাংশু শুক্লাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরিবারের পাশাপাশি তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত এবং ইসরোর চেয়ারম্যান ভি. নারায়ণন। জাতীয় পতাকা হাতে বহু মানুষও ভিড় জমান।
অ্যাক্সিয়ম-৪ মিশনে অংশ নিয়ে শুক্লা দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশযাত্রা করলেন। গত ২৫ জুন ফ্লোরিডা থেকে যাত্রা শুরু করে ২৬ জুন আইএসএস-এ পৌঁছেছিলেন তিনি। ১৫ জুলাই তিনি পৃথিবীতে ফেরেন।