জম্মু-কাশ্মীরের বান্দিপোরা জেলার গুরেজ় সেক্টরে ফের জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল ভারতীয় সেনা। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল দুই জঙ্গি। সেনার সঙ্গে গুলি বিনিময়ে খতম হয় দু’জনই।
সেনার এক আধিকারিক জানিয়েছেন, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ভারতীয় সেনা ও পুলিশ যৌথ অভিযান শুরু করে। গুরেজ় সেক্টরে সন্দেহভাজনদের লক্ষ্য করে গুলি চালাতেই জঙ্গিরা পাল্টা গুলি চালায়। সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যায় দুই জঙ্গি। অভিযান এখনও চলছে, গোটা এলাকায় চলছে চিরুনি তল্লাশি।
উল্লেখ্য, এই মাসের শুরুতেই ‘অপারেশন আখাল’-এ মোট ছয় জঙ্গিকে নিকেশ করেছিল সেনা। সেই সময়ও কয়েকদিন ধরে ব্যাপক গুলি লড়াইয়ের পর শেষ হয়েছিল অভিযান। সেনা সূত্রে খবর, সীমান্ত এলাকায় জঙ্গিদের গতিবিধি রুখতে আরও কড়া নজরদারি চালানো হচ্ছে।