ছবি: রাজীব বসু
কোলফিল্ড টাইমস: আনুষ্ঠানিকভাবে ঘোষণা হল ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার দিনক্ষণের। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের তরফে সোমবার দ্য পার্ক হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানানো হয়, আগামী ২২ জানুয়ারি ২০২৬-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বইমেলার উদ্বোধন করবেন। মেলা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। স্থান অপরিবর্তিত — সল্টলেক করুণাময়ীর বইমেলা প্রাঙ্গনেই হবে এবারের আয়োজন।
এবারের থিম কান্ট্রি আর্জেন্টিনা। ভিক্টোরিয়া ওকোম্পো ও রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক সম্পর্কের সূত্রে ভারত ও আর্জেন্টিনার সাংস্কৃতিক বন্ধনকেই তুলে ধরা হবে মেলায়। গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় ও সভাপতি সুধাংশু শেখর দে জানান, ফুটবলের মাধ্যমে আর্জেন্টিনার সঙ্গে বাংলার সম্পর্কও গভীর, যার ব্র্যান্ড অ্যাম্বাস্যাডার ছিলেন প্রয়াত দিয়েগো মারাদোনা। কাকতালীয়ভাবে তাঁর উত্তরসূরি লিওনেল মেসি আগামী ডিসেম্বরে কলকাতায় আসছেন বলেও উল্লেখ করেন তাঁরা।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কলকাতায় আর্জেন্টিনা দূতাবাসের প্রতিনিধিরাও। তাঁদের উপস্থিতিতে উদ্বোধন করা হয় এবারের থিম কান্ট্রির লোগো।
গিল্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের বইমেলায় অংশ নেবে ব্রিটেন, আমেরিকা, জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, কলম্বিয়া, স্পেন, পেরু, জাপান, থাইল্যান্ড এবং লাতিন আমেরিকার একাধিক দেশ। থাকছে ভারতের বিভিন্ন প্রদেশের প্রকাশনা সংস্থাও।
২০২৫ সালের বইমেলায় উপস্থিত ছিলেন প্রায় ২৭ লক্ষ পাঠক, বই বিক্রি হয়েছিল ২৩ কোটি টাকার।
আগামী বছর ২০২৭ সালে কলকাতা বইমেলা পা দেবে ৫০ বছরে। সুবর্ণজয়ন্তী বর্ষে বিশেষ আয়োজনের পরিকল্পনা করছে গিল্ড। থাকবে ১৯৭৬ থেকে ১৯৯৬ সালের প্রথম কুড়ি বছরের ছবি নিয়ে প্রদর্শনী ও প্রতিযোগিতা।
এছাড়াও জানানো হয়েছে, এবারের কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে ২৪ ও ২৫ জানুয়ারি ২০২৬।










