Home / খবর / শিল্প-বাণিজ্য / স্টক মার্কেট: আজ ভারতীয় শেয়ারবাজার খোলা না বন্ধ?

স্টক মার্কেট: আজ ভারতীয় শেয়ারবাজার খোলা না বন্ধ?

কোলফিল্ড টাইমস: বুধবার, ২২ অক্টোবর ২০২৫ তারিখে দীপাবলির বলিপ্রতিপদ উপলক্ষে ভারতীয় শেয়ারবাজার বন্ধ থাকবে।

এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) বিশেষ দীপাবলি ‘মুহূরৎ ট্রেডিং’ সেশনে বাজারে দেখা যায় ইতিবাচক ধারা। কর্পোরেট আয়ের সম্ভাবনা ও বৈশ্বিক বাণিজ্য উত্তেজনা প্রশমনের আশায় সেনসেক্স ও নিফটি টানা পঞ্চম দিনের মতো লাভের মুখ দেখে।

মুহূরৎ ট্রেডিং সেশনে সেনসেক্স ০.০৭% বৃদ্ধি পেয়ে ৮৪,৪২৬.৩৪ পয়েন্টে বন্ধ হয়, অন্যদিকে নিফটি ০.১% বেড়ে ২৫,৮৬৮.৬-এ স্থির হয়। সেপ্টেম্বর ২০২৪-এর পর এটিই দুই সূচকের সর্বোচ্চ ক্লোজিং স্তর।

অক্টোবর ২০২৫-এর স্টক মার্কেট ছুটির তালিকা

অক্টোবর ২: মহাত্মা গান্ধী জয়ন্তী / দশেরা
অক্টোবর ২১: দীপাবলি লক্ষ্মী পূজা
অক্টোবর ২২: দীপাবলি বলিপ্রতিপদ

২০২৫ সালের পরবর্তী বাজার ছুটির তারিখ

বিএসই ও এনএসই-এর প্রকাশিত ট্রেডিং ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৫ সালে মোট ১৮ দিন বাজার বন্ধ থাকবে। অক্টোবরের পরের ছুটিগুলি হল—

নভেম্বর ৫: প্রকাশ গুরুপুরব (শ্রী গুরু নানক দেব জি জয়ন্তী)

ডিসেম্বর ২৫: বড়দিন

নিয়মিত ট্রেডিং বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ থেকে পুনরায় শুরু হবে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *