পুজোর মরশুমে যাত্রীদের জন্য বড়সড় ছাড়ের ঘোষণা করল ভারতীয় রেল। যাত্রা শুরুর এবং ফেরার টিকিট একসঙ্গে কাটলেই মিলবে ২০ শতাংশ পর্যন্ত ছাড়। এই বিশেষ স্কিম শুধুমাত্র মেল ও এক্সপ্রেস ট্রেনে প্রযোজ্য এবং কার্যকর থাকবে উৎসবের সময়কালেই।
রেলের নিয়ম অনুযায়ী, যাওয়ার সময় গন্তব্যের টিকিট কাটতে হবে ১৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবরের মধ্যে এবং ফেরার টিকিট ১৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে। দুটি টিকিট একই ক্লাসে কাটতে হবে—যেমন, যাওয়ার সময় স্লিপার ক্লাস হলে ফেরার সময়ও স্লিপার ক্লাসেই বুকিং করতে হবে। একই সঙ্গে, টিকিট বুকিং করতে হবে একটি মাধ্যমেই—হোক তা অনলাইন বা অফলাইন।
এই স্কিমে টিকিট কনফার্ম হলেই ছাড় মিলবে। তবে টিকিট বাতিল করলে রিফান্ড পাওয়া যাবে না। রেলের আশা, এই অফারে পুজোর ভ্রমণে যাত্রী সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়বে।