Home / খবর / শিল্প-বাণিজ্য / অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণের জন্য বিজ্ঞপ্তি জারি করল সিএলডব্লু

অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণের জন্য বিজ্ঞপ্তি জারি করল সিএলডব্লু

চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার অন্তর্ভুক্ত টেকনিক্যাল ট্রেনিং স্কুলের মাধ্যমে এ্যক্ট অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। ৩ ডিসেম্বর থেকে আগামী বছরের ২ জানুয়ারি পর্যন্ত এর জন্য আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে।

‌সিএলডব্লুর চিফ পারসোনেল অফিসারের দপ্তর থেকে জারি করা এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এ্যপ্রেন্টিসশিপের জন্য আইটিআই উত্তীর্ণ প্রার্থীদের সঙ্গেই ফ্রেশার্স বা নতুনরাও আবেদন করতে পারবেন। যেসব ট্রেডের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে সেগুলি হল – ফিটার ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার মেশিনিস্ট টার্নার পেন্টার রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনার মেকানিক।

আইটিআই উত্তীর্ণদের জন্য মোট ৩৬৯ টি আসনের সঙ্গেই প্রাক্তন সেনাকর্মীদের জন্য ১১ এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য ১৫ টি আসন সংরক্ষিত রাখা হয়েছে। নতুনদের ক্ষেত্রে ২৪৬ টি আসনের সঙ্গেই আছে ৭ টি প্রাক্তন সেনাকর্মী ও ৯ টি বিশেষভাবে সক্ষমদের জন্য। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৬ থেকে ২২ হলেও আইটিআই উত্তীর্ণদের ক্ষেত্রে ১৬ থেকে ২৪ বছর বয়সের মানদন্ড ধার্য করা হয়েছে। তবে বিভিন্ন ক্যাটেগরির ক্ষেত্রে বয়সের ছাড় নিয়মমত পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যোগ্য প্রার্থীরা ফ্রেশার্স প্রতিমাসে ৮২০০ টাকা এবং আইটিআই উত্তীর্ণ ৯৬০০ টাকা করে স্টাইপেন্ড পাবেন। ট্রেড অনুযায়ী কোর্সের সময়সীমা এক থেকে দু বছর। আবেদন করতে হবে অফলাইনে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *