Home / খবর / শিল্প-বাণিজ্য / পিএফের নিয়মে বড় বদল: এখন থেকে তোলা যাবে নিয়োগকারীর টাকাও, স্বস্তিতে বেসরকারি কর্মীরা

পিএফের নিয়মে বড় বদল: এখন থেকে তোলা যাবে নিয়োগকারীর টাকাও, স্বস্তিতে বেসরকারি কর্মীরা

বেসরকারি চাকরিজীবীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করল কর্মী ভবিষ্যনিধি সংস্থা (EPFO)। এবার থেকে প্রভিডেন্ট ফান্ড (PF) থেকে নিজের জমা টাকার পাশাপাশি নিয়োগকারীর জমা টাকারও একটি অংশ তোলা যাবে। সোমবার অছি পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

আগে শুধুমাত্র কর্মীর নিজের অবদানের টাকা থেকেই নির্দিষ্ট অংশ তোলার অনুমতি ছিল। নতুন নিয়মে এবার পেনশন ফান্ড বাদে নিয়োগকারীর জমা করা টাকার ৩.৬৭ শতাংশ পর্যন্ত তোলা যাবে। অর্থাৎ, কর্মীরা এখন সহজেই নিজেদের জমা টাকার ৭৫ শতাংশের সঙ্গে নিয়োগকারীর অবদানের অংশও তুলতে পারবেন — সেটিও সরাসরি ইপিএফও অ্যাপের মাধ্যমে।

তবে পেনশনের অংশের টাকা তোলার ক্ষেত্রে কোনও পরিবর্তন আনা হয়নি। আগের মতোই সেই টাকা অবসরের পরই পাওয়া যাবে।

আগে শুধুমাত্র বিয়ে, অসুস্থতা, বা বিদ্যুৎ সংক্রান্ত জরুরি পরিস্থিতির মতো নির্দিষ্ট কারণেই পিএফ থেকে টাকা তোলা যেত। এবার বিশেষ পরিস্থিতিতে কোনও কারণ না দেখিয়েও অর্থ তোলা সম্ভব হবে। ফলে এই সিদ্ধান্তে বড় স্বস্তি পেলেন দেশের কোটি কোটি বেসরকারি কর্মচারী।

বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত কর্মীদের আর্থিক সুরক্ষায় নতুন দিক খুলে দেবে এবং প্রয়োজনের সময় তাৎক্ষণিক সহায়তা পাওয়ার সুযোগ দেবে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *