কোলফিল্ড টাইমস: গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সে (GST) বড় ধরনের পরিবর্তন আনল কেন্দ্র। কর কাঠামোয় এই আমূল বদলের জেরে দেশের প্রতিটি মানুষ উপকৃত হবেন বলে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বৃহস্পতিবার ন্যাশনাল লাইব্রেরিতে আয়োজিত এক টক শো-তে যোগ দিয়ে তিনি বলেন, “সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে শোওয়ার আগে পর্যন্ত মানুষ যে সমস্ত জিনিস ব্যবহার করেন, তার প্রায় সবকিছুতেই জিএসটি প্রযোজ্য। নতুন হারের ফলে সেগুলির দাম কমবে, যার সুফল মিলবে সাধারণ মানুষের।”
অর্থমন্ত্রী জানান, দেশের প্রায় ১৪০ কোটি মানুষ— শহর থেকে গ্রাম, নারী থেকে পুরুষ— সকলেই এই সংস্কারের সুবিধা পাবেন। বিশেষত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে জিএসটি কমায় দাম কিছুটা হলেও হাতের নাগালে আসবে, ফলে উৎসবের মরসুমে মধ্যবিত্তের পকেটে মিলবে স্বস্তি।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের ভাষণেই জিএসটি সংস্কারের ইঙ্গিত দিয়েছিলেন। তার পর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে জিএসটি কাউন্সিলের বৈঠকে নতুন কাঠামো অনুমোদিত হয়। নতুন নিয়ম অনুযায়ী, তিনটি স্ল্যাব থাকবে— ৫ শতাংশ, ১৮ শতাংশ এবং ৪০ শতাংশ। বিলাসবহুল পণ্যের ক্ষেত্রে ধার্য হয়েছে ৪০ শতাংশ জিএসটি। তবে নিত্যপ্রয়োজনীয় নানা জিনিসে করের হার কমানো হয়েছে বা সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে।
নতুন জিএসটি হার কার্যকর হবে আগামী ২২ সেপ্টেম্বর থেকে। কেন কার্যকর করতে অতিরিক্ত সময় নেওয়া হলো, সে প্রসঙ্গে নির্মলা জানিয়েছেন, ব্যবসায়ীদের হিসেবের ভারসাম্য আনতে এবং বাজারকে মানিয়ে নেওয়ার সুযোগ দিতেই এই সময়সীমা রাখা হয়েছে।










