উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : সুন্দরবনের জলবায়ুর পরিবর্তনে শিশুদের উপর কতখানি প্রভাব পড়ছে এবং এর করণীয় ও বাল্য বিবাহ, শিশু শ্রম সহ একাধিক বিষয়কে সামনে রেখে মঙ্গলবার বারুইপুর বিডিও অফিসের মিটিং হলে পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা আয়োগ দপ্তরের উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনার সাংবাদিকদের নিয়ে একটি কর্মশালা হয়ে গেল।
এদিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা আয়োগ দপ্তরের চেয়ারম্যান তুলিকা দাস,পরিবেশ বিজ্ঞানী পৌলুমি দে সরকার, দক্ষিণ ২৪ পরগনা জেলা সুরক্ষা আয়োগের অধিকর্তা রামেন্দু মাহান্তি, বারুইপুর ব্লকের জয়েন্ট বিডিও সন্দীপ প্রামানিক, বারুইপুর মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক কামিনী রায়, বারুইপুর পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী,পরিবেশ বিজ্ঞানী ড: স্বাতী নন্দী চক্রবর্তী, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রাইটস অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের ড. পায়েল রাই চৌধুরী, মহুয়া সাঁতরা সহ আরো অনেকে।
এদিনের অনুষ্ঠানে এই বিষয়ে কাজ করা দুটি স্বেচ্ছাসেবী সংস্থা সহায়তা করেন।এদিন পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা আয়োগের চেয়ারম্যান তুলিকা দাস বলেন, বারবার সুন্দরবনের উপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে।ফলে ক্ষতিগ্রস্থ হয়ে পড়ছে বাসস্থান।আর তার ফলে সবচেয়ে বেশি সংকটে ভুগছে শিশুরা।

ড. স্বাতী নন্দী চক্রবর্তী ও ড. পায়েল রাই চৌধুরী এদিন এই বিষয়ে বিশদে আলোচনা করেন।শিশু শ্রম বন্ধ করা, বাল্য বিবাহ বন্ধ করতে কি কি করনীয় তা তুলে ধরেন। এ বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা চান উদ্যোক্তরা।




Be First to Comment