Home / লাইফস্টাইল / অশ্বগন্ধা খাওয়ার সঠিক সময় কখন? ব্যাখ্যা করলেন এইমসের গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট

অশ্বগন্ধা খাওয়ার সঠিক সময় কখন? ব্যাখ্যা করলেন এইমসের গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট

জনপ্রিয় সাপ্লিমেন্টগুলো সঠিক সময়ে খাওয়া উচিত। তবেই সেগুলোর সম্পূর্ণ উপকার পাওয়া যায়। এক ইনস্টাগ্রাম পোস্টে এমনটাই বক্তব্য তুলে ধরেছেন এআইআইএমএস, হার্ভার্ড ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষিত গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডা. সৌরভ শেঠি।

ডা. শেঠির মতে—

  • অশ্বগন্ধা: সন্ধ্যেবেলা খাওয়া সবচেয়ে ভালো, এতে কর্টিসল হরমোন কমে এবং শরীর-মন শান্ত হয়।
  • ক্রিয়েটিন: নিয়মিত খাওয়া জরুরি। ব্যায়ামের পর বা দিনের যেকোনো সময় খেলেও সমান কার্যকর।
  • মেলাটোনিন: ঘুমের আগে ৩০–৬০ মিনিট আগে খেলে দ্রুত ঘুম আসতে সাহায্য করে।
  • ইসবগুলের ভুসি (Psyllium husk): সকালে নাস্তার আগে পানির সঙ্গে খেলে হজম ভালো হয়, পেট পরিষ্কার থাকে এবং ক্ষুধা কম অনুভূত হয়।

তিনি ক্যাপশনে লিখেছেন— আপনার সাপ্লিমেন্ট নষ্ট করবেন না। সঠিক সময়ে খেলেই সর্বাধিক শোষণ ও উপকার পাবেন। নিয়ম মেনে চলুন, তাহলেই রুটিনে আসল ফল মিলবে।”

বলে রাখা ভালো, ডা. শেঠি একজন বোর্ড-সার্টিফায়েড গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট, হেপাটোলজিস্ট এবং ইন্টারভেনশনাল এন্ডোস্কোপিস্ট। তিনি এআইআইএমএস (ভারত) থেকে পড়াশোনা শেষে ইউনিভার্সিটি অব টেক্সাস থেকে এমপিএইচ ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে হার্ভার্ডে গ্যাস্ট্রোএন্টেরোলজি ও হেপাটোলজি এবং স্ট্যানফোর্ডে অ্যাডভান্সড এন্ডোস্কোপিতে ফেলোশিপ করেছেন।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *