আসানসোল : বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ডাগিস্ট অ্যাসোসিয়েশন (BCDA) আসানসোল জোনের উদ্যোগে আসানসোল মিউনিসিপাল পার্কে শুরু হল শিশু স্বাস্থ্য মেলা।
এই শিশু স্বাস্থ্য মেলাতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে পশ্চিমবঙ্গের চারটি জেলায় কাজ করা সংস্থা ম্যান অ্যান্ড মাইন্ড তাদের সদস্যদের নিয়ে উপস্থিত ছিলেন । তাঁরা কাউন্সিলিং, অ্যাসেসমেন্ট এবং অভিভাবক সচেতনতা গড়ে তোলেন ।
ম্যান অ্যান্ড মাইন্ডের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনোবিদ সৌমেন মণ্ডল, সিনিয়র থেরাপিস্ট এবং স্পেশাল এডুকেটর মৌহা চক্রবর্তী, স্পেশাল এডুকেটর শ্রাবণী গড়াই সহ আরো অন্য সদস্যরা।


এই মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মলয় ঘটক, আসানসোল মিউনিসিপালিটি চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী সহ অন্যরা।




Be First to Comment