Press "Enter" to skip to content

কোলফিল্ডস ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের উদ্যোগ “বিশ্ব ডায়াবেটিস দিবস” উপলক্ষে আসানসোলে সচেতনতামুলক পদযাত্রা

অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা: আসানসোল কোলফিল্ডস ডায়াবেটিস অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার ” বিশ্ব ডায়াবেটিস দিবস ” উপলক্ষে আসানসোল শহরে সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করল ।

এদিন সকালে আসানসোলের জিটি রোডের বিএনআর মোড় সংলগ্ন রবীন্দ্র ভবন থেকে পদযাত্রা শুরু হয়। সেই পদযাত্রা বিভিন্ন রাস্তা ঘুরে পোলো গ্রাউন্ডের কাছে গিয়ে শেষ হয়। অতিথিরা বেলুন উড়িয়ে এই পদযাত্রার উদ্বোধন করেন। এই পদযাত্রায় এনসিসি ক্যাডেট, পুলিশ, লায়ন্স ক্লাব ও রোটারি ক্লাবের সদস্য ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন।

আসানসোল কোলফিল্ড ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের তরফে ডাঃ সত্রজিৎ রায় বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু ১৪ নভেম্বর দিনটিকে “বিশ্ব ডায়াবেটিস দিবস” হিসেবে ঘোষণা করেছে। বর্তমানে ডায়াবেটিস অন্যতম প্রাণঘাতী রোগ। অনেকেই এই রোগে আক্রান্ত হয়। এটা এড়াতে বা মানুষ সুস্থ থাকতে চাইলে তাদের শারীরিক সক্ষমতা থাকতে হবে। এমন পরিস্থিতিতে হাঁটার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

তিনি আরো বলেন, মানুষকে তাদের খাদ্যাভ্যাসের দিকে মনোযোগ দিতে হবে এবং তাদের জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে। সেজন্য আমরা প্রতি বছর সাধারণ মানুষের মধ্যে এই রোগ থেকে সচেতন করতে এই পদযাত্রার আয়োজন করে থাকি।

এই পদযাত্রার সূচনায় উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবালাম, ইসিএলের ডাইরেক্টর টেকনিক্যাল নীলাদ্রি রায় ডাইরেক্টর ফিনান্স আনজার আলম, ডা. শুভদীপ ঘোষ, ডা. রুহুল আমিন, ডা. সিদ্ধার্থ বন্দোপাধ্যায় , ডা. জয় শংকর সাহা, ডা. নবারুণ গুহঠাকুরতা, হেলথ ওয়ার্ল্ড হসপিটালসের অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট কমলেন্দু মিশ্র, ভিকে ঢল, স্বপন চৌধুরী ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা।

যেসব সংগঠন বা সংস্থা এদিনের পদযাত্রায় নিয়েছিলো, তাদের মধ্যে অন্যতম হল আইএমএ, রোটারি, লায়ন্স, রেড ক্রস, কুলটি মদদ ফাউন্ডেশন, অগ্নিবিনা, কুলটি মহোৎসব।

More from লাইফস্টাইলMore posts in লাইফস্টাইল »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *