Press "Enter" to skip to content

কলেজ স্কোয়ারে বসন্ত উৎসব ও বইমেলা

শৌভিক পাল, কলকাতা: বুধবার (৬ মার্চ) থেকে শুরু হয়েছে বইপাড়ায় বইমেলা। প্রতিবারের মতো এ বছরও কলেজ স্কোয়ারের বিদ্যাসাগর উদ্যানে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের উদ্যোগে বইমেলা চলছে। মেলা চলবে ১২ মার্চ পর্যন্ত। প্রতিদিন দুপুর ২টো থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকছে মেলা।

পাবলিশার্স গিল্ড এবং ৪০ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুপর্ণা দত্তের উদ্যোগে বইপাড়ায় বইমেলায় এ বছরের থিম বসন্ত উৎসব। পৌরমাতা সুপর্ণা দত্ত জানান, “বই উৎসব প্রতিবছর হয়, কিন্তু সামনেই দোল উৎসব, তাই বইপ্রেমীদের আরও রঙিন করতেই এ বছরের থিম ভাবণাতে আমরা রেখেছি বসন্তের ছোঁয়া।”

কলকাতার নামীদামি বই ব্যবসায়ীদের নিয়ে বিপুল বইয়ের সম্ভারে ৫৮টি স্টলে পরিপূর্ণ রয়েছে মেলা প্রাঙ্গণ। বই পাড়ায় বইমেলা ঠিক কতটা আকর্ষণীয়? প্রশ্নের উত্তরে এক বই বিক্রেতা দুলাল কর্মকার বলেন, বই মানুষের সারা জীবনের সঙ্গী তাই বইমেলার গুরুত্ব কখনোই কম নয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিধায়ক অতীন ঘোষ বলেন, “এ বছর কালিকাপ্রসাদের লোকগানকে বসন্ত উৎসবের সঙ্গে একই যোগসূত্রে বাঁধার চেষ্টা করা হয়েছে। প্রতিদিনই মনোগ্রাহী অনুষ্ঠান থাকবে এই মেলায়। মানুষকে আরও কাছে আনতে হবে, মেলার উৎসব প্রাঙ্গণে এটাই আমাদের প্রধান লক্ষ্য।”

More from লাইফস্টাইলMore posts in লাইফস্টাইল »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *