অনলাইন কোলফিল্ড টাইমস: ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে পূর্ণ শক্তি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে সিপিআই।ঝাড়খণ্ড রাজ্য পরিষদের দুদিনের বৈঠকে এমনই সিদ্ধান্ত নিয়েছেন দলীয় নেতৃত্ব।
ওই বৈঠকে সদ্য শেষ হওয়া লোকসভা ভোটের উপর আলোকপাত করা হয়। ঝাড়খণ্ডে দলের নতুন ইনচার্জ রামকৃষ্ণ পান্ডা বলেন, কেন্দ্রে তৃতীয়বারের জন্য মোদী সরকার গঠিত হয়েছে ঠিকই, তবে ৪০০ পারের যে দাবি করেছিল বিজেপি, ভোটের ফলাফলে প্রমাণিত সেটা এককথায় ফাঁপা। মোদীকে ক্ষমতা থেকে সরাতে চেয়েছিল মানুষ। কিন্তু যথাযথ বিরোধী জোটের অভাবে তৃতীয় বারের জন্য কেন্দ্রে মোদী সরকার গঠিত হয়।
তিনি বলেন, “সাধারণ মানুষ মূল্যস্ফীতি, বেকারত্ব ও অসহায়ত্বে ভুগছে। এই কারণেই ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে সিপিআই পূর্ণ শক্তি নিয়ে লড়বে। দলের কর্মীরা সমস্ত কর্মসূচিতে নিজেদের সক্রিয়তা বাড়াবে। প্রত্যেক ভোটারের কাছে আমরা যাব।আমাদের জয়ী করতে, কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা তুলে ধরতে প্রচার চালাব”।

বৈঠকে রামকৃষ্ণ পান্ডা ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ ভুবনেশ্বর প্রসাদ মেহতা, প্রাক্তন সাংসদ রমেন্দ্র কুমার, রাজ্য সম্পাদক মহেন্দ্র পাঠক, জাতীয় পরিষদের সম্পাদক পিকে পান্ডে, মহাদেব রাম, কানহাই মাল পাহাড়িয়া, পশুপতি কাল, কেডি সিং, কিষাণ সভার সাধারণ সম্পাদক পুষ্কর মাহাতো, ইমতিয়াজ খান, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সাধারণ সম্পাদক অশোক যাদব, লখন লাল মাহাতো প্রমুখ।
প্রসঙ্গত, চলতি বছরেই বিধানসভা নির্বাচন ঝাড়খণ্ডে। অনেকের মতে, সেপ্টেম্বর মাসের যেকোনো সময় নির্বাচন ঘোষণা করা হতে পারে। অন্যথায় অক্টোবরে নিশ্চিতভাবে ঘোষণা করা হবে। সব দলই ইতোমধ্যে বুথ পর্যায় পর্যন্ত কর্মসূচির পরিকল্পনা করে প্রার্থী খোঁজা শুরু করেছে।




Be First to Comment