Press "Enter" to skip to content

ভাইরাল ভিডিও: বিয়ের ১২ বছর পর প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ের আয়োজক স্বামী! ‘খোরপোষ’ এড়ানোর এটাই কি সেরা উপায়?

অনলাইন কোলফিল্ড টাইমস: এ পৃথিবী বিস্ময়ে পরিপূর্ণ। আমরা সবসময়ই কিছু না কিছু আশ্চর্যজনক ঘটনা দেখে আসছি। তবে, সাম্প্রতিক একটি প্রেমের গল্পে এমন মোচড় এল, যা দেখে শুধু বিস্ময়ই নয়, তুমুল চর্চায় মেতেছে নেটদুনিয়া।

প্রেম ও বিচ্ছেদের এক অদ্ভুত গল্প উঠে এল বিহারের সহরসা থেকে। ১২ বছর ধরে বিবাহিত জীবন কাটানোর পর তিন সন্তানের মা নিজের প্রেমিকের সঙ্গে নতুন জীবন শুরু করলেন। সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, এই বিয়ে আয়োজন করেছেন তাঁর প্রাক্তন স্বামী।

এই ঘটনা নেট দুনিয়ায় ঝড় তুলেছে। এক ভাইরাল ভিডিওতে দেখা গেছে, হিন্দু রীতিতে প্রেমিক ওই মহিলার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছেন। প্রেমিকও দুই সন্তানের বাবা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলার প্রাক্তন স্বামী। তিনি জানান, ভবিষ্যতে যদি কোনও সমস্যা হয়, তা এই দম্পতিকেই সমাধান করতে হবে।

ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (আগের টুইটার)-এ শেয়ার করেছে Ghar Ke Kalesh নামের একটি অ্যাকাউন্ট। ক্যাপশনে লেখা হয়েছে, “Extra-Marital Affair (তিন সন্তানের মা ভালোবেসে বিয়ে করলেন দুই সন্তানের বাবাকে, স্বামী নিজেই স্ত্রীর প্রেমিকের সঙ্গে তাঁর বিয়ে দিলেন)।” ভিডিওটি ইতিমধ্যে ৫.৬২ লক্ষ বার দেখা হয়েছে এবং হাজারো মন্তব্য এসেছে।

নেটিজেনদের প্রতিক্রিয়া বেশ মজাদার এবং বিভিন্ন ধরণের। একজন লিখেছেন, “ভাই সত্যিই ‘যেতে দেওয়াই প্রেম’ কথাটির মানে ভালো করে বুঝে নিয়েছে।” আরেকজন রসিকতা করে লিখেছেন, “এটাই খোরপোষ দেওয়ার ঝামেলা থেকে মুক্তি পাওয়ার সেরা উপায়।”

More from দেশMore posts in দেশ »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *