অনলাইন কোলফিল্ড টাইমস: উজ্জয়িনীর মহাকাল মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা। মহাকাল মন্দিরে ভস্ম আরতির সময় আগুনে দগ্ধ পাঁচ পুরোহিত-সহ ১৩ জন।
ঘটনায় প্রকাশ, সোমবার সকালে মন্দিরের গর্ভগৃহে চলছিল ভস্ম আরতি। আবির উড়ানোর সময় আগুনের লেলিহান শিখা তীব্র আকার ধারণ করে। মন্দিরের গর্ভগৃহে আগুন ছড়িয়ে পড়ে। সেখানে উপস্থিত অনেকেই সেই আগুনে পুড়ে যান।
প্রত্যক্ষদর্শীদের মতে, আরতির সময় ভস্মের মধ্যে কেউ কেউ আবির ঢালতে শুরু করেন। আবিরের মধ্যে থাকা রাসায়নিক আগুনের সংস্পর্শে আসতেই তা দ্রুত ছড়িয়ে পড়ে। শিবলিঙ্গের উপরে থাকা ফ্লেক্সেও আগুন ধরে যায়। তবে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।
গর্ভগৃহের আকার ছোটো, তারই মধ্যে অনেক মানুষের উপস্থিতিতে পুরো পরিস্থিতি জটিল আকার ধারণ করে। আগুনে পুড়ে যান অনেকেই। মন্দিরে উপস্থিত অন্য ভক্তেরা সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে পুলিশ।
ঘটনার পর আহত সবাইকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। জেলাশাসক নীরজ সিং এবং এসপি প্রদীপ শর্মাও হাসপাতালে পৌঁছান। মোট ১৩ জন আগুনের কবলে পড়েছেন। বর্তমানে সবার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে। এ ছাড়া চারজনকে ইনদওরে রেফার করা হয়েছে।
এই ঘটনায় শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তিনি বলেন, “আজ সকালে বাবা মহাকাল মন্দিরের গর্ভগৃহে ভস্ম আরতির সময় যে দুর্ঘটনা ঘটেছে তা দুঃখজনক। সকাল থেকে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি। সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে। বাবা মহাকালের কাছে প্রার্থনা সকল আহতরা যেন দ্রুত আরোগ্য লাভ করেন।”
মহাকাল মন্দিরের গর্ভগৃহে আগুনের বিষয়ে, মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেছেন, “এই দুর্ঘটনায় কয়েকজন পুরোহিত আহত হয়েছেন এবং তাঁদের ইনদওর ও উজ্জয়িনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি সেখানে যাচ্ছি। ঈশ্বরের আশীর্বাদে বড় কোনো দুর্ঘটনার হাত থেকে রেহাই মিলেছে। কিন্তু যা কিছু ঘটেছে, আমি একটি ম্যাজিস্ট্রিয়াল তদন্তের নির্দেশ দিয়েছি এবং এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তা নিশ্চিত করব। যেই দোষী প্রমাণিত হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
Be First to Comment